ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

শেহবাজ শরিফের দাবি

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

মানবজমিন ডেস্ক

(৩ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ১০:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৫ পূর্বাহ্ন

mzamin

পাকিস্তান দাবি করেছে, সংঘাতের সময় তারা ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বৃহস্পতিবার কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনের সময় এই তথ্য নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

তিনি জানান, গত ৬ থেকে ৭ মে’র মধ্যে ভারতের একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। এই সফল অভিযানকে পাকিস্তান বিমান বাহিনীর অপারেশনাল দক্ষতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে উৎকর্ষতা এবং যেকোনো মূল্যে মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারে আমাদের সশস্ত্র বাহিনী একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রধানমন্ত্রী বিমান বাহিনীর পারফরম্যান্সের প্রশংসা করে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পাক সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর-এর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ঘাঁটি পরিদর্শনের সময় পাইলট, প্রকৌশলী এবং টেকনিশিয়ানদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি তাদের নির্ভুলতা, পেশাদারিত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রতি অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, শত্রুপক্ষের আগ্রাসনের মুখে আমাদের সশস্ত্র বাহিনী যে সংযম, কৌশলগত দূরদর্শিতা এবং অপারেশনাল নির্ভুলতা প্রদর্শন করেছে, তা অনন্য। তাদের দ্রুত ও সুসমন্বিত প্রতিক্রিয়া কেবল হুমকিকে প্রতিহত করেই থেমে থাকেনি, বরং শত্রু পক্ষের সামরিক অবকাঠামোর ওপর একটি কঠোর ও সুস্পষ্ট আঘাত হেনেছে, যা পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের অটল সংকল্পের প্রমাণ।

তিনি সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বের প্রশংসা করে বলেন, সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও সতর্কতায় পুরো জাতি গর্ব অনুভব করে। সেনাপ্রধানের নেতৃত্বে আমাদের প্রতিরক্ষাবাহিনী আবারও প্রমাণ করেছে যে, পাকিস্তানের নিরাপত্তা অটুট, আর যেকোনো আগ্রাসনের জবাব হবে শক্তিশালী, দৃঢ় ও নির্মম।

এছাড়া, তিনি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিক-এর নেতৃত্বেরও প্রশংসা করেন। বলেন, পাকিস্তান বিমান বাহিনীকে আধুনিকায়ন এবং উন্নত প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এর অপারেশনাল দক্ষতা যেভাবে বাড়ানো হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

শেহবাজ আরও বলেন, আমাদের সাহসী বৈমানিক ও নিবেদিত এয়ার স্টাফদের সাহসিকতা ও নিখুঁত দক্ষতা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর অদম্য চেতনার প্রতীক। আপনারা অবিচল থেকে আকাশসীমার পবিত্রতা রক্ষা করেছেন এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় দায়িত্ব পালন করেছেন।

বক্তব্যের শেষে পাক প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় সরকার ও জনগণ একসঙ্গে অঙ্গীকারবদ্ধ। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং দেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। যেকোনো আগ্রাসনের জবাব হবে সময়োপযোগী, সুনির্ধারিত ও কঠোর। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ, সতর্ক এবং মাতৃভূমির প্রতিরক্ষায় অপ্রতিরোধ্য।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status