দেশ বিদেশ
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক
পি আর পদ্ধতিতে নির্বাচনে মত সিপিবি’র
স্টাফ রিপোর্টার
১৪ মে ২০২৫, বুধবারসংবিধান পুনর্লিখনের বিরোধিতা করে পাশাপাশি পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এই তথ্য জানান। বৈঠকে সিপিবি’র ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সিপিবি’র সভাপতি বলেন, আমাদের ফোর প্রিন্সিপাল (সংবিধানের চার মূলনীতি) যেটা আছে, তারা (ঐকমত্য কমিশন) সেটা রাখেনি। সেখানে আমরা দ্বিমত পোষণ করেছি। সংবিধান পুনর্লিখনের আমরা ঘোরতর বিরোধী। বৈঠকে সংবিধান, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধিতা ছিল, মুক্তিযুদ্ধ বা ১৯৭২ সালের সংবিধান বাতিল করার কোনো বিষয় ছিল না। এসব বিতর্ক সামনে এনে ঐকমত্য কমিশনকে বিতর্কিত করা উচিত হবে না। রাষ্ট্রকে সাতচল্লিশে ফেরত নিয়ে যাওয়ার জন্য সংবিধান সংস্কারের যে কথাগুলো আসছে, সেসব বিষয়ের ঘোরতরভাবে দ্বিমত পোষণ করেছে সিপিবি।
সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জাতিসত্তার স্বীকৃতি, মৌলিক জীবনোপকরণের নিশ্চয়তা ও রাষ্ট্রীয় দায়িত্ব নির্ধারণ, এবং নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর প্রস্তাব আমরা দিয়েছি। তিনি আরও জানান, কেউ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, নারী আসন বৃদ্ধি ও সরাসরি নির্বাচন এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার প্রস্তাবের সঙ্গে সিপিবি একমত পোষণ করেছে। নির্বাচনকে সামনে রেখে সংস্কার জরুরি উল্লেখ করে রুহিন বলেন, নির্বাচন যেন বিলম্বিত না হয়, সেজন্য বিতর্কিত বিষয় না তুলে দ্রুত নির্বাচনব্যবস্থা সংস্কার করে নির্বাচনমুখী হওয়া প্রয়োজন। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে সংবিধান, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। তিনি জানান, বেশ কিছু বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তারা। বৈঠকে সিপিবি’র প্রতিনিধিদলে আরও ছিলেন সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক এ এন রাশেদা, কাজী সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কাজী রুহুল আমিন, রাগিব আহসান মুন্না, সাজেদুল হক রুবেল, আবিদ হোসেন ও অধ্যাপক ফজলুর রহমান।
অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ইফতেখারুজ্জামান। বৈঠক সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।