দেশ বিদেশ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৪ মে ২০২৫, বুধবারকিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মারামারির একপর্যায়ে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে মমতাজ বেগম নামের এক নারী। এ সময় তার ছেলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে। নিহত মমতাজ বেগম (৬০) উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষীপুর (নজরবাড়ি)’র মৃত মতিউর রহমানের স্ত্রী এবং গুরুতর আহত তার ছেলে মো. জিল্লুর রহমান (৪০)। এই ঘটনায় অহিদুজ্জামান বাদী হয়ে ১০ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় মঙ্গলবার উত্তর লক্ষীপুর গ্রামের আবু মুছা নিয়াশার স্ত্রী রীণা বেগমকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, জমিসংক্রান্ত বিষয় নিয়ে মৃত মতিউর রহমান ও তার চাচাতো ভাই কালো মিয়ার পরিবারের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। গত সোমবার পড়ন্ত বিকেলে আনুমানিক সাড়ে পাঁচটার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জিল্লুর রহমান গাছ থেকে আম পারতে গেলে তাকে বাধা দেয় কালো মিয়া ও তার ছেলে তানভীর। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এক পর্যায়ে জিল্লুর উপর হামলা চালায় কালু মিয়া ও তার লোকজন। এই অবস্থায় মা মমতাজ বেগম ছেলে জিল্লুর রহমানকে বাঁচাতে আসলে প্রতিপক্ষের শাবল ও ইটের আঘাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত মমতাজ ও তার ছেলেকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন এবং জিল্লুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করে। এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হেলাল উদ্দিন পিপিএম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।