ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

জুনে আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার
১৪ মে ২০২৫, বুধবার

সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য আগামী জুন মাসে আত্মপ্রকাশ হবে দলটির।  
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দলের উদ্যোক্তাদের পক্ষে এ তথ্য জানান লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মেহেদী হাসান। তিনি বলেন, আমরা একটি ফ্যাসিবাদবিরোধী, জনকল্যাণমুখী এবং সুশাসনভিত্তিক নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়তে চাই। প্রচলিত রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভ, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও কোন্দলের রাজনীতিতে নিমজ্জিত। আমরা সেই ধারা ভাঙতে চাই। সেই লক্ষ্যে আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে আমাদের দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।
তিনি আরও বলেন, পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের দায় থাকা সত্ত্বেও তারা লাল পাসপোর্ট নিয়ে দেশ ছাড়ছে। শহীদদের পরিবার আজও অবহেলার শিকার, গাজীর মতো আহতরা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। অথচ দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল  চিহ্নিত ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছে। এ বাস্তবতায় বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের সঙ্গে নিয়ে নতুন এই রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি। তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সাবেক সামরিক ও পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পেশার দেশপ্রেমিক নাগরিকদের নতুন এই রাজনৈতিক উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় দলের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়- সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা,  কল্যাণমুখী রাষ্ট্র গঠন, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার, টেকসই সুশাসন প্রতিষ্ঠা। নতুন দল গঠনের সঙ্গে সঙ্গেই কয়েকটি জনকল্যাণমুখী সেল গঠিত হবে। এর মধ্যে রয়েছে- নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও আইনি সহায়তা, কৃষি, মৎস্য ও ভেটেরিনারি, শিক্ষা, মিডিয়া ও সাংস্কৃতিক, যুব উন্নয়ন ও দারিদ্র্যবিমোচন,  নারী ও শিশু বিষয়ক, জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক সেল। 
আমরা রাজনীতিকে ব্যবসা নয়, পবিত্র দায়িত্ব হিসেবে নিতে চাই- বলেন তিনি।
ক্যাপ্টেন (অব.) শফিকুর ইসলাম বলেন, আমাদের চারপাশে অনেক শক্তিধর রাষ্ট্র আছে। আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না। এমনভাবে চলতে হবে যেন সবদিক দিয়ে আমাদের স্বার্থ রক্ষা হয়। বিগত দিনগুলোতে আমরা ইন্ডিয়ার দিকে বেশি ঝুঁকে গিয়েছিলাম। আল্লাহ্‌ আমাদের রক্ষা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস খুবই মেধাবী একজন ব্যক্তি। আন্তর্জাতিক বিশ্বে তার সুখ্যাতি রয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট সাইফফুল্লাহ খান সাইফ (অব.), মেজর মো. রাজিবুল হাসান (অব.) ও ডাক্তার সৌরভ চন্দ্র মজুমদার প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status