দেশ বিদেশ
শুক্রবার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এনসিপি’র যুব উইং
স্টাফ রিপোর্টার
১৪ মে ২০২৫, বুধবারজাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র যুব উইংয়ের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আগামী শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে জাতীয় যুব শক্তি নামে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন এনসিপি’র নেতারা। গতকাল বাংলামোটরে রূপায়ন টাওয়ারে সংবাদ সম্মেলনে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী এ ঘোষণা দেন। এ সময় যুব উইংয়ের সমন্বয়কারী তারিকুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, নাহিদা বুশরা প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ২৮শে ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আমরা প্রত্যেক জেলার মানুষের সঙ্গে কথা বলেছি। কীভাবে যুব সংগঠনের আত্মপ্রকাশ করতে পারি, সে বিষয়ে মতামত নিয়েছি। গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে সংগঠন যেভাবে জুলাই অভ্যুত্থানে বড় আকারে নেতৃত্ব দিয়েছে, তেমনি জাতীয় যুবশক্তি বাংলাদেশে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে, তা ১০০-১৫০ বছরে একবার আসে। বাংলাদেশে বর্তমানে ৪০ শতাংশ তরুণ। বাংলাদেশের ভাগ্যের চাকা ঘোরাতে চাইলে এই তরুণ শক্তিকে কাজে লাগানো ছাড়া কোনো উপায় নেই। এই শক্তিকে কাজে লাগাতে হলে তরুণদের সংগঠিত করতে হবে।