ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

অর্থনৈতিক সংকট: সিয়েরা লিওনে পুলিশ-বিক্ষোভকারী সংঘাত, ৬ পুলিশসহ নিহত ২৭

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১০:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫১ অপরাহ্ন

mzamin

অর্থনৈতিক সংকটে জর্জরিত সিয়েরা লিওন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করতে শুরু করেছে। বিক্ষোভ দমন করতে গিয়ে নিহত হয়েছে অন্তত ২৭ জন। এরমধ্যে ৬ পুলিশও রয়েছে। সব মিলিয়ে দেশটির রাজধানী ফ্রিটাউনে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, দেশের অর্থনীতির করুণ অবস্থা এবং সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে ব্যর্থ হওয়ায় রাস্তায় নেমে আসে শত শত মানুষ। সিয়েরা লিওনে এ ধরনের অস্থিতিশীলতা খুব একটা দেখা যায় না। তবে দিন দিন সংকট ঘনীভূত হচ্ছে ক্রমশ। একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতার দিকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন একজন পুলিশ কর্মকর্তা। সুলেইমান তুরে নামে ১৯ বছর বয়সী এক তরুণ বলেন, তিনি পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে দেখেছেন।

বিজ্ঞাপন
কিছুক্ষণ পরই বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে পুলিশ।

তিনি বলেন, আমার মনে হয় মানুষজন অবাক হয়ে গেছে। এই দেশকে কখনও এমনভাবে দেখিনি আমরা। সিয়েরা লিওন একটি শান্তিপূর্ণ স্থান। এদিকে বুধবারের এই ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ায় মৃতের সংখ্যা ১৪৩, সব অপরাধী গ্রেপ্তার/ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status