বিনোদন
নিষিদ্ধের ডাক
বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, সোমবার
ফের পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। এই সংগঠনের সাধারণ সম্পাদক অশোক দুবে দাবি করেছেন যে, এবার পাক শিল্পীদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে সর্বক্ষেত্রে। সম্প্রতি অশোক বলেন, দেশের সমস্যা এটা। সবার উপরে দেশ। একের পর এক হামলা চলছে ভারতের ওপরে। আমাদের দেশের পর্যটকদের ওপর হামলা চালানো হলো পেহেলগামে। ২৬ জনের মৃত্যু হলো। সেই হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কাছেও চিঠি লিখে পাঠিয়েছেন বলে জানান অশোক। সেই চিঠিতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি করা হয়েছে। অশোক হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, এই দেশের কেউ ফের কোনো পাক শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে ধরা পড়লে তাকেও ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করা হবে। এমনকি সেই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহের মামলাও করা হবে। যাতে আর কেউ এই কাজ করার আগে হাজার বার ভাবেন। পাক অভিনেতা ফাওয়াদ খানের ছবি ‘আবির গুলাল’ নিয়েও কথা বলেন অশোক। এই ছবি যাতে মুক্তি না পায়, তার জন্য ছবির প্রযোজক বিবেক আগারওয়ালকেও চিঠি পাঠিয়েছেন তিনি। এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৯ই মে।