বিনোদন
মিল্টন খন্দকারের সুরে তারা
স্টাফ রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৫, সোমবার
স্বনামধন্য গীতিকবি-সুরকার মিল্টন খন্দকার। অসংখ্য শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবার তার কথা-সুরে একটি গানে কণ্ঠ দিলেন চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী মুহিন খান ও সানিয়া সুলতানা লিজা। বিটিভি’র ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈঠকখানা’র জন্য গানটি করা হয়েছে। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই গানটি প্রচারে আসবে বলে জানান মুহিন ও লিজা।