বিনোদন
আদনান সামিকে বয়কটের ডাক
বিনোদন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৪১ অপরাহ্ন

কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তানের শোবিজ অঙ্গনে নতুন করে বিভেদের দেয়াল উঠতে শুরু করেছে। ভারতে সব ধরনের পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। এরইমধ্যে নেটিজেনরা বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামিকে বয়কটের ডাক দিয়েছে। জানা যায়, গায়কের আজ সন্ধ্যা ৭ টায় কলকাতার মঞ্চ মাতানোর কথা রয়েছে। কিন্তু টিকিট বুকিং সাইটে গিয়ে দেখা গেল, অনেকেই এই গায়কের কনসার্টে যেতে নারাজ। নেটিজেনদের দাবি, আদনান সামি পাকিস্তানি বংশোদ্ভূত, তাকে বয়কট করা হোক। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কনসার্ট হওয়ার কথা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন কনসার্টের তীব্র বিরোধিতা করেছেন। বহু নেটিজেন শোয়ের টিকিট বিক্রির লিঙ্কের নিচে গিয়ে লিখেছেন, ‘বয়কট’ শব্দটা। একজন লিখেছেন, এই গায়কের শিকড় কি পাকিস্তানে? ভারতের নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু তার আগের বিষয়টা ভুললে হবে না। তিনি এখন শহরে কনসার্ট করলে আমরা কেন গান শুনতে যাব? আর একজন লিখেছেন, অরিজিত্ সিং আর শ্রেয়া ঘোষাল কনসার্ট বাতিল করেছেন। সেখানে আদনান সামি এমন কনসার্ট করছেন কী করে?