বাংলারজমিন
বেগমগঞ্জে ভুয়া কাগজে শিক্ষক নিয়োগ এমপিও, মামলা
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১২ আগস্ট ২০২২, শুক্রবারবেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউপি’র লাউতলী জুনিয়র স্কুলের ৫ জন শিক্ষক-শিক্ষিকার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ২ প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে শিক্ষকদের নিয়োগ ও এমপিওভুক্ত করায় মামলা হয়েছে। গতকাল নোয়াখালী ৩নং আমলী আদালতে মামলা হয়েছে। জানা গেছে, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকার মহাপরিচালকের নির্দেশে পরিচালক (ভারপ্রাপ্ত) চট্টগ্রাম ড. গাজী গোলাম মাওলা ২ মাস তদন্ত করে ৫ শিক্ষকের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেন। তদন্ত চলাকালে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা ও বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশরাফ খান উক্ত সেন্ডিকেটের সঙ্গে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। চলতি বছরে মুন্সীরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইউনুচ নবীর স্ত্রী সহকারী শিক্ষক রোকেয়া বেগম, সহকারী শিক্ষিকা নাসরিন সুলতানা সুমী, সহকারী শিক্ষক সাইফুর রহমান, মো. আবদুল করিম, সহকারী শিক্ষক দীনেশ চন্দ্র আচার্যকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বরখাস্ত করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সংযুক্ত নথি পত্রের বিবরণে জানা যায়, হাইস্কুলটি ১৯৯৫ সালে স্থানীয় চেয়ারম্যান প্রয়াত নুরুল আমিন প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি ২০১০ সালে জুনিয়র হাইস্কুল হিসেবে এমপিওভুক্ত হয়। চলতি বছরের ২০২২ সালে উচ্চ বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত হয়। পরে জালিয়াত সেন্ডিকেট দফায় দফায় লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্যের বিনিময়ে মাত্র এসএসসি পাস রোকেয়া বেগমকে ও সনদবিহীন দীনেশ চন্দ্র আচার্য্যকে বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এক পর্যায়ে জুনিয়র স্কুলে ব্যবসা শিক্ষা বিভাগে পদ না থাকা সত্ত্বেও দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে নাসরিন সুলতানা সুমীকে উক্ত বিভাগে নিয়োগ ও এমপিওভুক্ত করেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]