বাংলারজমিন
দৌলতপুরে র্যাবের অভিযান ১৪৪৫ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজাসহ আটক ১
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, শুক্রবারকুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ১৪৪৫ বোতল ফেনসিডিল ও ১২.৫০ কেজি গাঁজাসহ উজ্জ্বল আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
গতকাল সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী উজ্জ্বল আলী একই ইউনিয়নের সাহাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের অভিযানিক দল কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪৪৫ বোতল ফেনসিডিল ও ১২.৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বল আলীকে আটক করা হয়। পরে উদ্ধার করা মাদকের সিজার মূল্য ১৬ লাখ ৯৫ হাজার টাকা নির্ধারণ করে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে গতকাল বিকাল সাড়ে ৪টায় বিজ্ঞপ্তি সূত্রে র্যাব নিশ্চিত করেছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]