শেষের পাতা
সাভারে স্ত্রীকে হত্যা করে ৯৯৯-এ কল দিলো স্বামী
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারসাভারের তেঁতুলঝোড়া এলাকায় স্ত্রীকে হত্যা করে ৯৯৯-এ কল করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলেছে ঘাতক স্বামী। ঘটনার পর থেকে স্বামী নিজের মোবাইল ফোনটি বন্ধ রেখে পালিয়েছে। গতকাল দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকার ইকবাল হোসেনের চতুর্থ তলা বাড়ির ভাড়াটিয়া সাজ্জাদ হোসেন মানিকের কক্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত কয়েকদিন আগে গার্মেন্টস শ্রমিক সাজ্জাদ হোসেন মানিকের ভাড়া বাসায় বেড়াতে আসেন তার ছোট ভাই ও স্ত্রী। সকালে সাজ্জাদ হোসেন গার্মেন্টস কারখানায় কাজে গেলে বেড়াতে আসা ভাই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে লাশ নিয়ে যেতে বলেন। খবর পেয়ে দুপুরে সাভার মডেল থানা পুলিশ মানিকের কক্ষ থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রতিবেশী ভাড়াটিয়া শম্পা আক্তার জানান, আমার রুমের সামনের রুমে নওগাঁ এলাকার সাজ্জাদ হোসেন মানিক নামের একজন গার্মেন্টস শ্রমিক এক বছর ধরে ভাড়া থাকেন। সে স্থানীয় আলেয়া গার্মেন্টসের সুইং অপারেটর হিসেবে চাকরি করেন। গত চার-পাঁচদিন আগে তার বাসায় তার নিজের ছোট ভাই ও ভাইয়ের বউ বেড়াতে আসে। আমি নিজেও গার্মেন্টসে চাকরি করি, তাই সকালেই চাকরিতে চলে যাওয়ায় আর কিছুই জানি না। সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, সকালে ৯৯৯ লাইনে কল দিয়ে কেউ একজন জানায় তার স্ত্রীকে সে নিজেই মেরে ফেলেছে। বর্তমানে তার মৃত স্ত্রী সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকার আলেয়া গার্মেন্টস সংলগ্ন চতুর্থ তলায় একটি বাসায় আছেন। অনেক খোঁজাখুঁজির পর বাসাটির সন্ধান পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।