বিনোদন
দোটানায় মালবিকা
বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
দক্ষিণী ছবির জগতের অন্ধকার দিক নিয়ে গত কয়েক দিনে বেশ ক’জন অভিনেত্রী মুখ খুলেছেন। এবার এ বিষয়ে অভিযোগ আনলেন অভিনেত্রী মালবিকা মোহানন। দক্ষিণী সিনেমার জগতে নারীদের চেহারার গড়ন নিয়ে কিছু বদ্ধমূল ধারণা আছে। বিশেষ করে ভারী চেহারার অভিনেত্রীরাই এই জগতে অগ্রাধিকার পান। তার সঙ্গে দক্ষিণের ছবিতে নারীদের শরীর প্রদর্শনের দিকে বেশি জোর দেয়া হয়। এ বিষয়ে নিজের অভিজ্ঞতাও জানান মালবিকা। এ অভিনেত্রীর শারীরিক গঠন মাঝারী ধরনের। এজন্য বিভিন্ন সহ-অভিনেতাদের থেকে কথা শুনতে হয়েছে তাকে। মালবিকা বলেন, প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই নারীদের চেহারার গড়ন নিয়ে কিছু ভিন্ন ধারণা রয়েছে। সামান্য ওজন বৃদ্ধির পরে আমি যদি মুম্বই যাই, আমার আপ্তসহায়ক বলবেন, তোমার ওজন কি বাড়িয়ে ফেলেছো! শরীরচর্চা করছো না! কিন্তু চেন্নাইয়ে আবার আরেক রকম। সেখানে বলে, তুমি তো মেদ ঝরিয়ে ফেলেছো। সেই লাবণ্য নেই। একসময় আমি নিজেই দোটানায় পড়ি এই ভেবে যে, আমার কি ছিপছিপে থাকা উচিত নাকি তন্বী থাকা উচিত। তিনি আরও বলেন, আমি আগে খুব পাতলা ছিলাম। যেহেতু আমি মুম্বইয়ে বড় হয়েছি সেহেতু শরীরের বিশেষ অঙ্গ প্রদর্শনের বিষয় নিয়ে মাতামাতি
আমার জন্য নতুন। চেন্নাইয়ের মেদবহুল শারীরিক সৌন্দর্য মাতামাতিতেও আমাকে বেগ পেতে হয়। আমি খুব রোগা ছিলাম বলে আমাকে কটাক্ষের শিকার হতে হয়। ২৫-এর পর থেকে আমার চেহারা কিছুটা ভারী হতে শুরু করে। বিয়ষটি নিয়ে আমার দোটনা এখনও কাজ করে।