বাংলারজমিন
ভোলায় ৫ দফা দাবিতে ছাত্র-জনতার গণসমাবেশ
ভোলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, সোমবার
ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন ও আওয়ামী আমলে জেলার গ্যাস বিক্রিতে ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা সদর ভোলার বাংলা স্কুল মাঠে ‘আগামীর ভোলা’র ব্যানারে আয়োজিত এ সমাবেশে জেলার ৭ উপজেলা থেকে শত শত ছাত্র-জনতা অধিকার আদায়ের মিছিল নিয়ে সমবেত হয়েছেন। গতকাল সকাল ১১টায় আয়োজিত সমাবেশটি বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলমান থাকে। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। এ সময় ৫ দফা দাবি আদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ মো. রাইসুল আলম, জেলা বিজেপি’র সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হারুনুর রশীদ, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এনামুল হক, বশির আহমেদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আতাউর রহমান মোমতাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর মো. জসিম উদ্দিন। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোলার গণমানুষের এ ৫ দফা দাবির বিপক্ষে গিয়ে যারা কাজ করবে বা বিরোধিতা করবে তাদেরকে ভোলার গণমানুষের শত্রু হিসেবে চিহ্নিত করে, তাদের মুখোশ উন্মোচন করা এবং তাদের সমুচিত জবাব দেয়া হবে। সমাবেশ শেষে সর্বস্তরের জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে ডিসি কার্যালয়ে গিয়ে ৫ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন। এদিকে, বিক্ষুব্ধ ছাত্র-জনতা শনিবার দ্বিতীয় দিনেও রাতে গ্যাসভর্তি ইন্ট্রাকো কোম্পানির ৩টি গাড়ি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় আটকে দিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন।
এ সময় সদর উপজেলা ইউএনও আরিফুজ্জামান ও ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন আহমেদ পারভেজ বিক্ষুব্ধ আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।