ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বরগুনায় শেখ হাসিনার নামে ঈদ উপহার দেয়া সেই শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, সোমবার

বরগুনায় শেখ হাসিনার নামে ঈদ উপহার, শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, চাঁদাবাজিসহ ৯ মামলার আসামি জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল হালিম মোল্লাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
হালিম পৌর শহরের দক্ষিণ বরগুনা খাড়াকান্দা এলাকার মোশাররফ হোসেন মোল্লার ছেলে। শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে তিনি বরগুনা থানার গত ৪ঠা ফেব্রুয়ারি দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে ২টি চাঁদাবাজি, ১টি বিস্ফোরক আইনে, মাদক আইনে ১টি এবং বিভিন্ন ধারায় আরও ৪টিসহ মোট ৯টি মামলা রয়েছে। গত ৫ই আগস্টের পর চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হলে আদালত থেকে জামিন পেয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বরগুনা সদর থানা সূত্রে জানা যায়, হালিম মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলাটি ২০২৫ সালের ৪ঠা ফেব্রুয়ারি বরগুনা থানায় দায়ের করা হয়। তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। সেই মামলার সূত্র ধরে রাতে অভিযান চালিয়ে শনিবার রাত ১২টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, জেলা শ্রমিক লীগ আহ্বায়ক হালিম মোল্লা বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় আসামি। হালিম মোল্লা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা অবনতি ঘটানোসহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করে আসছিল। তার বিরুদ্ধে সর্বমোট ৯টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status