বাংলারজমিন
মাধবপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, রবিবারহবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও সরকারি বেসরকারি স্থাপনা ভাঙচুরের অভিযোগে যুবলীগ নেতা মো. বাচ্চু মিয়া (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯শে এপ্রিল) ভোররাতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। সে পুরাইকলা গ্রামের মৃত মিয়া ধনের পুত্র ও বাঘাসুরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ঠা আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার তদন্তে বাচ্চু মিয়ার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ছাড়াও বর্তমানে সে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে বলে তথ্য পাওয়া গেছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।