ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

জন বোল্টনকে হত্যার চেষ্টা করেছিল ইরান: যুক্তরাষ্ট্র

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২২ অপরাহ্ন

mzamin

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যার চেষ্টা করেছিল ইরান। বুধবার এ কথা জানিয়েছে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট। তাকে হত্যা চেষ্টার অভিযোগে ইরানের ‘ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস’-এর এক সদস্যের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে। এ খবর দিয়েছে এএফপি।

খবরে জানানো হয়, অভিযুক্ত ওই ইরানির নাম শাহরাম পুরসফি। ৪৫ বছরের শাহরাম মেহদি রেজায়ি নামেও পরিচিত। তিনি এক মার্কিন নাগরিককে ৩ লাখ ডলার দেয়ার প্রস্তাব দেন। বিনিময়ে তাকে জন বোল্টনকে হত্যা করতে হবে এমন চুক্তি হয়। যুক্তরাষ্ট্র ধারণা করছে, ২০২০ সালের জানুয়ারি মাসে ইরানি কম্যান্ডার কাসেম সুলাইমানির হত্যাকা-ের প্রতিশোধ নিতেই বোল্টনকে হত্যার পরিকল্পনা করে ইরান।

২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনর্বহাল করতে বর্তমানে ভিয়েনায় আলোচনা চলছে। এরমধ্যেই ইরানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে এলো। ইরান নিজেই মাসের পর মাস ধরে চুক্তিটি আটকে রাখছে।

বিজ্ঞাপন
দেশটির দাবি, কোনো চুক্তিতে পৌঁছাতে হলে তার আগে অবশ্যই যুক্তরাষ্ট্রকে ইরানের ‘ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস’-কে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে হবে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status