বিনোদন
বাংলাভিশনে ‘মাথা গরম ফ্যামিলি’
স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
বাংলাভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মাথা গরম ফ্যামিলি’। হাস্যরসাত্মক এ নাটক রচনা করেছেন আল আমিন স্বপন এবং পরিচালনায় তাইফুর জাহান আশিক। এতে অভিনয় করেছেন- রোবেনা রেজা জুঁই, মাসুম বাশার, আশরাফুল আলম সোহাগ, স্বর্ণলতা, সফিক আহমেদ দিলু, মিহি, লাবণ্য লিজা প্রমুখ। নাটকটি ১৫ই এপ্রিল থেকে প্রচার শুরু হয়েছে প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে।