অনলাইন
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(১ দিন আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী আগামী (মে) মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার এ রোডম্যাপ ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সে কারণেই বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
এতে ধারাবাহিকভাবে সম্পন্ন প্রশাসনিক কার্যাবলীর কথা বর্ণনা করে আরও বলা হয়, ডাকসু নিয়ে স্টেক হোল্ডারদের আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। সবশেষ গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। এর আগে ছয়টি সভা করা হয়। এটি এখন সিন্ডিকেটে অনুমোদন হওয়ার অপেক্ষায় আছে। গত জানুয়ারি মাসে কোড অব কন্ডাক্ট বা আচরণবিধি রিভিউ কমিটি করা হয়। তারা সাতটি সভা করেছে। এটিও চূড়ান্ত হওয়ার পর সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় আছে।
পরামর্শ প্রদান কমিটির প্রতিবেদন চূড়ান্ত না হলেও কমিটি বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময়ও সম্পন্ন করেছে। এসব কাগজ ছাত্র সংগঠনগুলোকেও দেয়া হচ্ছে। এ প্রক্রিয়া চলতি মাসেই শেষ হবে। ডিন, প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের সঙ্গেও এ প্রক্রিয়া চলছে। চলতি মাসের মাঝামাঝি সময়ই তা চূড়ান্ত করা হবে।
নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমে। একই সময়ে প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।
ভোট ও এ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমের চূড়ান্ত তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে। তবে নির্বাচন কার্যক্রম কোন মাসে চলবে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।
পাঠকের মতামত
নির্বাচনের প্রয়োজন আছে কিনা ? ভিপি নির্বাচিত হলেই তো পরের দিন দুই কিম্বা তিনজন নিয়ে রাজনৈতিক দল গঠন করবে ? বিশ্বের অন্যান্য উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের গুলোর খোঁজখবর নিয়ে তাদের অনুসরণ করা যেতে পারে।