ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

পহেলা বৈশাখে এলো নকশীকাঁথা ব্যান্ডের ‘জরিনা’

স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ৩:১০ অপরাহ্ন

mzamin

পহেলা বৈশাখ উপলক্ষে নকশীকাঁথা ব্যান্ডের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে নতুন গান ‘জরিনা’। ১২ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনে ব্যান্ডের কার্যালয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে গানটি প্রকাশ করা হয়। ইতিমধ্যে ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টিকটকসহ ২১ টি অনলাইন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে ‘জরিনা’ গান। জরিনা গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী বলেন, আমাদের ব্যান্ডের  এ ধরনের গান এটাই প্রথম। যুগে যুগে কালে কালে কবি সাহিত্যিকেরা লোকজ ঐতিহ্যের অনুসন্ধান করতে গিয়ে নারীকে অন্যতম প্রধান উপাদান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাদের কবিতা, গল্প, উপন্যাস কিংবা নাটকে নারীর জীবনধারা তুলে ধরেছেন, যেখানে আবহমান বাংলার নারী তার রূপ ও যৌবনের মায়াময় ছোঁয়ায় আবিষ্ট করেছে পাঠককে। তেমনি এক নারীর রূপে মাতোয়ারা একদল মানুষের আগ্রহ ও কৌতুহল নানান মজার কাহিনীর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে জরিনা গানে। তিনি আশা প্রকাশ করে বলেন, সহজ কথার গানটির সুর খুব চেনা মনে হবে। কোরাস ও হারমোনি এবং সুরে বিশেষ এক ধরনের ভাঁজ এ গানে ভিন্ন মাত্রা যোগ করায় সহজে শ্রোতাকে আকৃষ্ট করবে।  

সাজেদ ফাতেমী বলেন, নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষই বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। নাগরিক ও গ্রামীণ জীবনভেদে সেই আকৃষ্ট হওয়ার ধরণ হয়তো ভিন্ন। কিন্তু দিনশেষে সকলেই নারীর সৌন্দর্যসুধা পেতে চায়, যা কেউ প্রকাশ করে কেউ করে না। জরিনা চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত মডেল সুমাইয়া রিমু। তার বিপরীতে আছেন নকশীকাঁথার সদস্য সাজেদ ফাতেমী, ফয়সাল আদনান, বুলবুল সাহা, মাহবুব সোহেল, জে আর সুমন, মনোজ মন্ডল ও পলাশ নন্দী। আরও আছেন গোলাম রসুল ও জুয়েল খান। আসিফ ও ইমরানের কোরিওগ্রাফিতে গানটির ভিডিও পরিচালনা করেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। ভিডিও সম্পাদনা করেছেন এসএম কারীম।  

লোকজ সুরের মধ্য দিয়ে নদী, বৃক্ষ, খেলার মাঠ ও পরিবেশ বাঁচানোসহ নানান সামাজিক সংকটের বিরুদ্ধে গানে গানে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে ২০০৭ এর ২৫ জানুয়ারি নকশীকাঁথা ব্যান্ডের যাত্রা শুরু হয়। ব্যান্ডের মৌলিক গানের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’ প্রকাশিত হয় ২০০৮ সালে। দ্বিতীয় অ্যালবাম ‘নকশীকাঁথার গান’ প্রকাশিত হয় ২০১৬ সালে। দুটো অ্যালবামে ১৩টিসহ এ পর্যন্ত নকশীকাঁথার প্রকাশিত মৌলিক গানের সংখ্যা ৫৮টি।
 

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status