দেশ বিদেশ
ট্রাম্পের নতুন নির্দেশ
এইচওয়ানবি ভিসা বা গ্রিন কার্ড থাকলেও ২৪ ঘণ্টা সঙ্গে রাখতে হবে অভিবাসনের প্রমাণ
মানবজমিন ডিজিটাল
১৪ এপ্রিল ২০২৫, সোমবারযুক্তরাষ্ট্রে যেকোনো অভিবাসী, এমনকি যারা বৈধভাবে কর্ম বা অধ্যয়ন ভিসায় সেখানে আছেন, তাদেরও এখন থেকে আইনি অভিবাসনের প্রমাণ ২৪ ঘন্টা বহন করতে হবে। ডনাল্ড ট্রাম্প প্রশাসন একথা জানিয়ে দিয়েছে। কারণ একটি মার্কিন আদালত যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সরকারি খাতায় নিবন্ধন এবং নথিপত্র বহন করার জন্য বিতর্কিত নিয়ম কার্যকর করার অনুমতি দিয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশ মোতাবেক এই নিয়মটি ১১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে, যার লক্ষ্য আমেরিকান জনগণকে অনুপ্রবেশের হাত থেকে রক্ষা করা। আমেরিকায় অনুপ্রবেশ রুখতে মরিয়া হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে কড়া আইন এনেছে সরকার । মার্কিনিদের স্বার্থে অবৈধ অভিবাসীদের দেশে ফেরাচ্ছে তারা। ইতিমধ্যে সে দেশে কার্যকর হয়েছে ‘দ্য এলিয়েন রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট’। এলিয়েন রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট (এআরআর) এর উৎপত্তি ১৯৪০ সালের এলিয়েন রেজিস্ট্রেশন অ্যাক্ট থেকে। ১৯৪০ সালের আইনে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু এটি কখনও ধারাবাহিকভাবে প্রয়োগ করা হয়নি। ট্রাম্পের নতুন নির্দেশে এটি কঠোরভাবে প্রয়োগ করা হবে। নতুন এই আইন বাধ্যতামূলকভাবে অবৈধ বা অননুমোদিত অভিবাসীদের উপর প্রভাব ফেলবে।
আমেরিকার নাগরিক নন, ১৪ বছরের ঊর্ধ্বে এমন কেউ সে দেশে ৩০ দিনের বেশি বসবাস করলে সরকারের খাতায় নাম নথিভুক্ত করতে হবে। ‘ফর্ম-জি ৩২৫ আর’ ফিল আপ করতে হবে। যারা ১১ এপ্রিল, ২০২৫ বা তার পরে আমেরিকায় পৌঁছবেন ৩০ দিনের মধ্যে তাঁদের এই ফর্ম ফিল আপ করতে হবে। নিয়ম ভাঙলে জরিমানার সঙ্গে জেল হেফাজতও হতে পারে। আবার এই অভিবাসীদের মধ্যে কেউ ঠিকানা বদল করলে ১০ দিনের মধ্যে তা ট্রাম্প প্রশাসনকে জানাতে হবে। অন্যথায় ৫ হাজার মার্কিন ডলার জরিমানা হবে। ১৪ বছরের নিচে অবৈধ অভিবাসীদের নাম নথিভুক্তকরণ করবেন অভিভাবকরা। বয়স ১৪ ঊর্ধ্ব হয়ে গেলেই আঙুলের ছাপ রেজিস্ট্রার করাতে হবে তাকে। এই আইন অনুযায়ী যারা বৈধ স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসায় আমেরিকায় রয়েছেন বা যাদের গ্রিন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রেও নিয়মে বদল এসেছে। বলা হয়েছে, ১৮ ঊর্ধ্ব সমস্ত অ-মার্কিনিদের ২৪ ঘণ্টা বৈধ নথি সঙ্গে রাখতে হবে। প্রশাসন চাওয়ার সঙ্গে সঙ্গে তা দেখাতে না পারলে কড়া শাস্তির মুখে পড়তে হবে।এমনটাই জানিয়েছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটির সেক্রেটারি কৃষ্টি নোয়েম।
সূত্র : ইন্ডিয়া টুডে