দেশ বিদেশ
ঐকমত্য কমিশনের সঙ্গে বৃহস্পতিবার বিএনপি’র বৈঠক
স্টাফ রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৫, বুধবারজাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসবে বিএনপি। এদিন বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
গত ২৩শে মার্চ ঐকমত্য কমিশনে সংস্কারের মতামত জমা দেয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে ‘স্প্রেড শিট’ (ছক আকারে) পাঠিয়েছিল ঐকমত্য কমিশন।