ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

নববর্ষে জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া: রিজভী

স্টাফ রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৫, বুধবার

নববর্ষে জাতির আকাঙ্ক্ষা অতিদ্রুত মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত সোমবার নববর্ষ উপলক্ষে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সতীর্থ স্বজনের উদ্যোগে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, যার জন্য আমরা গত ১৫ থেকে ১৬ বছর ধরে লড়াই করছি, এখনো সেটি নিশ্চিত হয়নি। সেটি নিশ্চিত করার পথেই আমরা এগোচ্ছি। কিন্তু এটি নিয়ে টালবাহানা করা চলবে না। চলবে না এই অর্থেই যে, এটার জন্যই তো সংগ্রাম হয়েছে, সেটা হলো গণতন্ত্র।
তিনি বলেন, নববর্ষে জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। কারণ শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। এই ভোটাধিকার কেড়ে নিতে গিয়ে তিনি আজীবন ক্ষমতা বিলাসী চেতনা নিয়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, দেশের ন্যায়বিচার আদালত, আইন-কানুন, গণমাধ্যম সবকিছু ভেঙে-চুরে তছনছ করে দিয়ে একটা একদলীয় কর্তৃত্ববাদী শাসন তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার এই ভয়ঙ্কর থাবার মধ্যেও এদেশের মানুষ তার নিজস্ব চিন্তা, নিজস্ব সংস্কৃতি, গৌরবময় অতীত এবং তার আবহমান বাংলার প্রকৃত যে আদর্শ সেটা বুকে ধারণ করেই লড়াই করেছে। এই লড়াই করেছে বলেই আমরা আজকে বিজয়ী হয়েছি। এই বিজয়কে আরও দীর্ঘস্থায়ী করতে হবে, এই বিজয়কে একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আমি যে কথাটি বললাম, আজকের নববর্ষের জাতির আকাঙ্ক্ষা হচ্ছে অতিদ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া।
তিনি বলেন, বিগত ১৫ থেকে ১৬ বছর অত্যন্ত পরিকল্পিতভাবে একটি বিদেশি সংস্কৃতির উপাদানগুলো আমাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কতো পরিকল্পিত এবং সূক্ষ্মভাবে তারা যে মঙ্গল শোভাযাত্রার নামে যে সমস্ত মুখোশ ব্যবহার করতো। যে প্রতিকৃতিগুলো তারা ব্যবহার করতো, সেখানে পরিকল্পিতভাবে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে বিকৃতভাবে চিহ্নিত করে, সেটা নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করেছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status