দেশ বিদেশ
সয়াবিন তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের আহ্বান জামায়াতের
স্টাফ রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৫, বুধবারসয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম ইউনিট প্রতি ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তকে “অযৌক্তিক ও জনবিরোধী” বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, সরকারের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নতুন শিল্প উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে। গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করায় নতুন শিল্পে ব্যয় বেড়ে যাবে, যা উদ্যোক্তাদের জন্য নিরুৎসাহজনক বার্তা দিচ্ছে।
তিনি আরও বলেন, ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে অর্থনৈতিক উন্নয়নের আশা জেগেছে এবং নতুন শিল্প গড়ে তোলার পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু এই মুহূর্তে গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের “অপরিণামদর্শী সিদ্ধান্ত” হিসেবে উল্লেখ করেন তিনি। অধ্যাপক পরওয়ার বলেন, সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বৃদ্ধি দরিদ্র ও সাধারণ জনগণের ভোগান্তি বাড়াবে। এই তেল প্রধানত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ রান্নায় ব্যবহার করে থাকেন। ফলে তাদের উপর চাপ আরও বাড়বে। তিনি বলেন, গ্যাস ও তেলের দাম বাড়ানো মানেই জীবনযাত্রার ব্যয় বাড়ানো, যা জনজীবনে আরও দুর্ভোগ সৃষ্টি করবে। এটি অর্থনীতির গতিশীলতা নষ্ট করবে এবং সামাজিক বৈষম্যকে আরও প্রকট করবে।
বিবৃতির শেষে তিনি মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, দেশের নতুন শিল্প বিকাশ ও সাধারণ মানুষের স্বার্থে গ্যাসের ৩৩ শতাংশ ও সয়াবিন তেলের মূল্য প্রতি লিটার ১৪ টাকা বৃদ্ধির এ দুটি অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা সরকারের নিকট আহ্বান জানাচ্ছি।