দেশ বিদেশ
করহার কমানোর সুযোগ নেই
স্টাফ রিপোর্টার
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
করপোরেট কর ও আয়কর আর কমানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, কর বেশি কমালে সরকারের রাজস্ব আদায় কমে যাবে। তাতে দেশ চালানো কঠিন হবে। সেই বাস্তবতায় কর বেশি কমাতে পারবো না। তবে ব্যবসায়ীরা যেসব বাধার সম্মুখীন হচ্ছেন, সেগুলো নিরসনের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। গতকাল ঢাকা চেম্বার, সমকাল ও চ্যানেল ২৪-এর যৌথ আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
তিনি বলেন, দীর্ঘদিন যেসব খাত করছাড় পাচ্ছে, তাদেরও অন্যদের মতো সমান কর দিতে হবে। বৈষম্য থাকবে না। এ ছাড়া কিছু কিছু খাতে কাস্টমস শুল্ক বেশি। সেই হার যৌক্তিকীকরণের চেষ্টা করা হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে কর-জিডিপি অনুপাত খুবই কম। এর প্রধান কারণ হচ্ছে করদাতাদের কমপ্লায়েন্সের অভাব। আমাদের নিবন্ধিত করদাতা ১ কোটি ১৪ লাখ, কিন্তু এর মধ্যে মাত্র ৪৫ লাখ রিটার্ন দাখিল করে, যার দুই-তৃতীয়াংশই শূন্য রিটার্ন। এমন পরিস্থিতিকে তিনি প্রশাসনিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বলেন, ৮০ লাখ করদাতা রিটার্নই দাখিল করে না। আমরা তাদের চিহ্নিত করতেও পারিনি। আব্দুর রহমান খান বলেন, এনবিআর অটোমেশনের দিকে অগ্রসর হচ্ছে এবং কাগজে রিটার্ন গ্রহণ বন্ধ করে পুরো ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে সিঙ্গেল উইন্ডো প্রকল্প, যা আমদানি-রপ্তানি কার্যক্রমকে ডিজিটালভাবে নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি বন্ড ব্যবস্থাও অটোমেটেড হচ্ছে।