ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ডিবি প্রধানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত, নানা আলোচনা

স্টাফ রিপোর্টার
১৪ এপ্রিল ২০২৫, সোমবার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে এখন ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাকে তার দায়িত্ব থেকে হঠাৎ সরিয়ে দেয়ার কারণে চলছে নানা আলোচনা। তাকে ঠিক কী কারণে সরানো হয়েছে এ নিয়ে দায়িত্বশীলদের কেউ মুখ খুলছেন না। তবে ইতিমধ্যে বেশ কিছু গুঞ্জনও ছড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডিবি’র এই অতিরিক্ত কমিশনারকে সরিয়ে দেয়ার পেছনে আলোচিত মডেল মেঘনা আলম ইস্যু। সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি নাখোশ হয়ে পুলিশের এই কর্মকর্তাকে সরানোর নির্দেশ দেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। গত ১লা সেপ্টেম্বর রেজাউল করিম মল্লিককে ডিএমপি’র ডিবিপ্রধানের দায়িত্ব দেয়ার পর ডিবিকে ঢেলে সাজাতে কাজ শুরু করেন। দৃশ্যমান অনেক পরিবর্তন নিয়ে আসেন। রেজাউল করিম মল্লিক পুলিশে কর্মজীবন শুরুর দেড় বছরের মধ্যে বরখাস্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি চাকরি ফিরে পান। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে আবার ক্ষমতায় এলে বিভিন্নভাবে নির্যাতন, অবহেলার শিকার হন পুলিশের এই কর্মকর্তা। প্রায় ১৮ বছর তাকে পুলিশের কম গুরুত্বপূর্ণ পদে রাখা হয়। দেয়া হয়নি পদোন্নতি। সর্বশেষ তিনি টাঙ্গাইল ও সিলেট সিআইডি এবং ট্যুরিস্ট পুলিশের এসপি হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সরকার পতনের পর তাকে ডিআইজি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে পদায়ন করা হয়। পরবর্তীতে তাকে ডিএমপিতে আনা হয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status