বিনোদন
অপরিণত প্রেমের গভীরতায় তারা
বিনোদন ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
পাঞ্জাবি সাহিত্যিক অমৃতা প্রীতমের লেখা এক চিঠি প্রাণ ফিরে পেলো স্বস্তিকা মুখার্জি ও অনির্বাণের কণ্ঠে। আবার কখনো তারা রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে রানু মুখার্জির চিঠি পড়লেন। আর এগুলো সব অপরিণত প্রেমের চিঠি, যেগুলো তারা পড়লেন কলকাতার কেসিসি বৈঠকখানায়। এমনকি প্রতিটা চিঠি পড়ার সময়ে সেই চরিত্র হয়ে উঠছিলেন তারা। তাদের যুগলবন্দিতে প্রেক্ষাগৃহ করতালিতে ভরে ওঠে।