ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

নাটক মঞ্চায়নে বাধা, বিক্ষোভের ডাক

স্টাফ রিপোর্টার

(২ দিন আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ২:৫২ অপরাহ্ন

mzamin

নাটকের মাধ্যমে চলতি বছরকে বিদায় জানানো আর নতুনকে বরণের লক্ষ্যে দারুণ উদ্যোগ নিয়েছিলো দেশের অন্যতম নাট্যদল প্রাঙ্গণেমোর। দলটির দর্শকনন্দিত নাটক ‘শেষের কবিতা’কে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় রাজধানীর মহিলা সমিতি মঞ্চে উপস্থাপন করার কথা ছিলো এবারের চৈত্র-সংক্রান্তি ও পহেলা বৈশাখে। কিন্তু সেটি নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। কারণ, এই প্রদর্শনীর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তৌহিদী জনতা! ১৩ এপ্রিল দলটির অন্যতম সদস্য অভিনেত্রী-নির্দেশক নূনা আফরোজের দেওয়া এক ফেসবুক বিবৃতির মাধ্যমে বিষয়টি সবার নজরে এসেছে। রবিবার সকালে নূনা আফরোজ এই ঘটনার বিষয় উল্লেখ করে লিখেছেন, এইমাত্র মহিলা সমিতি ফোন করে জানালো তৌহিদী জনতা তাদেরকে চিঠি দিয়েছে, মহিলা সমিতিতে যেন কোনও প্রদর্শনী করতে দেয়া না হয়। আজ চৈত্রসংক্রান্তি এবং আগামীকাল পহেলা বৈশাখ আমাদের ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা। আমরা মহিলা সমিতিকে দুই দিনের হল ভাড়া দিয়েছি। প্রচার, প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি, সকল আয়োজন সম্পন্ন।আয়োজনের প্রতিটি সেক্টরে খরচ করা হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করছে এতদিন ধরে। আমরা মহিলা সমিতিকে বলেছি আপনারা প্রশাসনের সাহায্য নেন প্রশাসন অপারগতা প্রকাশ করলে না হয় আমরা প্রদর্শনী নাইবা করলাম। মহিলা সমিতি জানালো, কতো কিছুই তো নষ্ট হয়ে যাচ্ছে প্রশাসন তো বন্ধ করতে পারছে না। প্রশাসন কি সহযোগিতা করবেন আমাদের? সংস্কৃতি অঙ্গনের ও দেশের সচেতন মানুষেরা বলুন কী করবো? এমনই চলতে থাকবে? এই ঘটনার প্রতিবাদে রবিবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় মহিলা সমিতির সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে প্রাঙ্গণেমোর নাট্যদল। খবরটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অনন্ত হীরা। এছাড়াও অন্যান্য নাট্যজনরাও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status