প্রথম পাতা
সিলেটে লাল গালিচা দেখে ক্ষেপে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১১ এপ্রিল ২০২৫, শুক্রবার
লাল গালিচা দেখেই ক্ষেপে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এয়ারপোর্ট থানার ভেতরে তাকে গার্ড অব অনার দেয়া হচ্ছিল। এ সময় সেখানে লাল গালিচা দিয়ে তাকে বরণ করা হয়। বিষয়টি দেখে ক্ষেপে যান উপদেষ্টা। বললেন, এগুলো কে করেছে, কেন করেছে। আমি এগুলো পছন্দ করি না। কতোবার করে বলি এরপরও আপনারা এগুলো করেন। এ সময় তিনি লাল গালিচা সরিয়ে নেয়ার নির্দেশ দেন। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম নির্দেশ দিয়ে গালিচাগুলো সরিয়ে নেন।
আইনশৃঙ্খলার আগের চেয়ে উন্নতি হয়েছে: এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, মব জাস্টিস পুলিশ ভয় পাচ্ছে না। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশনে যাবে পুলিশ। গতকাল দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে পুরোপুরি এখনো পুনর্গঠন করা যায়নি। ৫ই আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনো তাদের একটি গাড়িও কিনে দেয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার উন্নয়ন হবে। তিনি বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে নতুন কোনো আপডেট নেই। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম ও সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান উপস্থিত ছিলেন।
বন্দিবিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এদিকে সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দুপুরে শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সামপ্রতিক সময়ে সিলেট ও খুলনার মব ঠেকাতে সরকার ব্যর্থ বিএনপি’র এমন দাবির প্রশ্নে তিনি বলেন, ঘটনা কিছু ঘটবে। আমরা এর বিরুদ্ধে প্রতিকার নিয়েছি কি না এমন পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, যে জায়গায় ঘটনা ঘটেছে, আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে ঘটলেও আইনের আওতায় নিয়ে আসা হবে। জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। পরে সাড়ে তিনটায় সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন দেখার হাওরে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কাটার উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, আমরা শুনেছি এবার সুনামগঞ্জে ভালো বোরো ফসল হয়েছে। তবে আসার সময় রাস্তার পাশে দেখেছি বেশ কিছু জমি পতিত রয়েছে। আমরা এই পতিত জমি ব্যবহারে এই অঞ্চলে প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ।
পাঠকের মতামত
This retired General and old man deserve full appreciation for his heroic performance. Thanks for his continuous and best effort.
ফুল দেয়া, সেলফি তোলা, এসব করে সরকারের সময়, টাকা নষ্ট। এগুলো কোনও প্রফেশনাল মানুষ করবে? কাজের জন্য নিয়োগ নাকি এইসব করার জন্য বেতন নেয় কর্মচারীরা ?