ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

নির্বাচনের আগে জামায়াতের তিন শর্ত

স্টাফ রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

জাতীয় নির্বাচনের আগে অন্তত তিনটি শর্ত পূরণ চায় জামায়াত। মৌলিক সংস্কার ও গণহত্যার দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করা- এই তিনটি শর্ত পূরণ হলে একটি ভালো নির্বাচন হতে পারে বলে মনে করেন দলটির আমীর। আর এসব বিষয় নিশ্চিত না করে জাতীয় নির্বাচন আয়োজন হলে পরিস্থিতি আগের মতোই থেকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 
গতকাল সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে জামায়াতের আমীর এসব কথা বলেন। 
ডা. শফিকুর রহমান বলেন, সরকারকে এমনভাবে নির্বাচন করতে হবে, যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে। সমপ্রতি বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিল এবং বেলজিয়াম সরকারের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা। এই সফর শুরু হয় ৪ঠা এপ্রিল এবং শেষ হয় ১০ই এপ্রিল। এরপর তারা যুক্তরাজ্য সফর করে ১৩ই এপ্রিল দেশে ফিরে আসেন। তিনি বলেন, সফরে আমার সঙ্গে ছিলেন নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সফর নিয়ে জামায়াত আমীর বলেন, আমাদের লক্ষ্য ছিল ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা ও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে তাদের দেশে কীভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন সমপন্ন হয় ও জাতীয় স্বার্থে দলমতের ঊর্ধ্বে কীভাবে এক সঙ্গে কাজ করে তা জেনেছি। এসব অভিজ্ঞতা নিয়ে উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গঠনের পথে আমরা এগিয়ে যেতে চাই। আমি মনে করি, এই সফর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 তিনি বলেন, একটি দায়িত্বশীল ইসলামী রাজনৈতিক দল হিসেবে মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ ও দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখা। এ সফরে আমরা ছয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। তারা হলেন- ইউরোপিয়ান কাউন্সিলের ফরেন পলিসি অ্যাডভাইজার মিস ভেরুনিকা মুসিলভা, বেলজিয়াম সরকারি প্রতিনিধি ফ্রান্সিস দেলহে, ইউরোপিয়ান ইউনিয়নের মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল মাইকেল সটার, ইউরোপিয়ান কমিশন,  বেলজিয়াম ইকোনমিকস মিশনস ও স্টেটস ফিজিট অ্যাফেয়ার্সের ডিরেক্টর। এর বাইরেও আমরা বিভিন্ন অধিকার নিয়ে কাজ করা কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছি। ডা. শফিকুর রহমান বলেন, এই সফরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, বাংলাদেশের নির্বাচন কখন হবে, কীভাবে হবে। আমরা বলেছি, অনেক ত্যাগ ও চেষ্টার বিনিময়ে বাংলাদেশে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের দাবি, তিনটা অপরিহার্য পরিবর্তন। দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার; যারা গণহত্যা করেছে তাদের বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার প্রক্রিয়া জাতিকে দেখানো আর রাজনৈতিক দলগুলোকে পরস্পর শ্রদ্ধা ও সম্মান করার পরিবেশ তৈরি করা। আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, আর হেরে গেলে দুষ্ট- এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, তারা নির্বাচনের সময় জানতে চেয়েছেন। আমরা বলেছি- প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলেছেন। আমরা বলেছি- এটা গ্রহণযোগ্য। সরকারকে সকল ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। শফিকুর রহমান বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে তারা জানতে চেয়েছেন। আমরা বলেছি, জুলাই-আগস্ট সমগ্র জাতি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। তারা একটানা তিনটা নির্বাচন তাদের অধীনে করেছেন। আওয়ামী লীগ জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। মানুষ এরকম একটি দলকে গ্রহণ করবেন কিনা বা আওয়ামী লীগ তাদের ভুলগুলো স্বীকার করবে কিনা সেটা একটি বিশাল প্রশ্ন। এ কথা বলার পর তারা আর কিছু বলেনি। এ ছাড়া রোহিঙ্গা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি- অমানবিক ভাবে তাদের নির্যাতন করে বিতাড়িত করেছে। তাদেরকে কিছু খাবার, আশ্রয় সমাধান নয়। সমাধান হচ্ছে তাদের সম্মানের সহিত তাদের দেশে ফিরিয়ে দেয়া। যদি ইউরোপ ও জাতিসংঘ ভূমিকা পালন করে তাহলে মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে। ইউরোপের জন্য একটি সেপশালাইজড ইকোনমিক জোন তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই যেন ইউরোপীয় দেশগুলোর জন্য একটি সেপশালাইজড ইকোনমিক জোন তৈরি করা হয়। 

প্রবাসীদের জীবনমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমীরে জামায়াত বলেন, ৮০ ভাগ প্রবাসী দক্ষতার অভাবে মানবেতর জীবনযাপন করছে। তারা যদি স্কিলড হতো, তাহলে উন্নত জীবন পেতো। প্রবাসীদের আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি অথচ তাদের মৃত্যুর পর লাশ তাদের পারিবারিক খরচে দেশে আনতে হয়। অনেক সময় অর্থের অভাবে ফেরত না আসার কষ্টকর চিত্রগুলো আমাদের দেখতে হয়। এ জন্য আমি ইউরোপীয় দেশগুলোর কাছে অনুরোধ করেছি তারা যেন ভাষা, শিক্ষা এবং স্কিল্ড ট্রেইনিং একাডেমি বাংলাদেশে স্থাপন করে। এ ছাড়া সব ইউরোপীয় দেশের দূতাবাস বাংলাদেশে চালু করার আহ্বান জানিয়েছি, বিশেষ করে বেলজিয়ামকে আমরা অনুরোধ করেছি দূতাবাস স্থাপনের জন্য। তিনি বলেন, অর্থনৈতিক কো-অপারেশনের ব্যাপারে তাদের সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে। আমরা জানি, আমাদের প্রধান রপ্তানি সেক্টর হচ্ছে গার্মেন্টস। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলো হচ্ছে বড় বায়ার। তারা আমাদের কাছে কিছু শ্রমিক অধিকার চায়। আমরা বলেছি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে শ্রমিকরা বাঁচবে। এই স্লোগানের ভিত্তিতে কেবল টেকসই শিল্প খাদ্য গড়ে তোলা সম্ভব। মালিক পক্ষ যদি শ্রমিকদের ভালোবাসা ও সম্মান দেয় তাহলে উৎপাদন আরও দ্বিগুণ হারে বাড়বে। কারণ শ্রমিক তখন আরও স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবে। বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে তিনি বলেন, আমরা গিয়েছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে। আমরা বৃটেনে গিয়ে লন্ডনে ঢুকেই প্রথমে  বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা অত্যন্ত ভালোবাসা ও সম্মানের সঙ্গে আমাদের গ্রহণ করেছেন। নিকট স্বজনদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে এখন ভালো আছেন। কিছু আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা হয়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে; তবে তা যেন বিরোধে রূপ না নেয়। কেউ যেন কারও উপর কোনো কিছু চাপিয়ে না দেয়। তিনি আরও জানান, জামায়াতের পক্ষ থেকে ৪১টি সংস্কার প্রস্তাবনা দেয়া হয়েছে এবং ৬টি মূল সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এটি আমাদের কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নেয়া হয়েছিল। 

সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন দলটির সেক্রেটারি  জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status