ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

এনসিপি-হেফাজত বৈঠক

আওয়ামী লীগের বিরুদ্ধে ঐকমত্য

স্টাফ রিপোর্টার
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়েও একমত হয়েছে তারা। গতকাল রাজধানীর বাংলামোটরে এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। এতে এনসিপি ও হেফাজতের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। হেফাজতে ইসলাম এর আগে বিএনপি’র সঙ্গেও মতবিনিময় করে। এনসিপি’র সঙ্গে মতবিনিময়ে হেফাজতে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, নায়েবে আমীর আহমেদ আবদুল কাদের, মাওলানা আহমেদ আলী কাসেমী ও মাওলানা মহিউদ্দিন রব্বানী। এনসিপি’র পক্ষে অংশ নেন- দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহাদী, সংগঠক মো. সানাউল্লাহ ও রফিকুল ইসলাম আইনী। মতবিনিময় সভায় দেশে গণহত্যা, সন্ত্রাস ও মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা মোকদ্দমা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে হেফাজতের পক্ষ থেকে বলা হয়- মতবিনিময়ে আওয়ামী লীগের বিচারসহ কয়েকটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি। হেফাজতের দাবি হলো- সংবিধানে মহান আল্লাহ্‌র ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং বহুত্ববাদ বাদ দিতে হবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়- গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত তাদের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে। নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হেফাজত ও এনসিপি ঐকমত্য হয়েছে বলে জানানো হয়। একইসঙ্গে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি তোলেন তারা। এছাড়া মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্য দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তির বিষয়ে একমত পোষণ করেন। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়। অন্যদিকে মতবিনিময়ের বিষয়ে এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান তৎপরতা এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা- এসব বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে। তবে নির্বাচনের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।
 

পাঠকের মতামত

Well done - Make it effective please

জনতার আদালত
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৭ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status