দেশ বিদেশ
শাহজাদপুরে ঈদের নামাজ শেষে দুইস্থানে সংঘর্ষে আহত শতাধিক
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারপবিত্র ঈদুল ফিতরের দিন সিরাজগঞ্জের শাহজাদপুরে পল্লী অঞ্চল উপজেলার বাগধুনাইল ও উল্টাডাব দুইটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে দোকান ও গ্রামের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে মহিলাসহ শতাধিক আহত ও পাঁচটি দোকানের মালামাল লুট হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে ঈদের নামাজ শেষে উল্টাডাব বাজারে সালাম গ্রুপ ও সবুজ গ্রুপের লোকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। পরে তা উল্টাডাব গ্রামে ছড়িয়ে যায়। উভয়পক্ষই ধারালো অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একাধিক বাড়িঘরে হামলা ভাঙচুর চলে। সংঘর্ষ চলাকালে আফাজ প্রামাণিক (৮০), আকাশ সরকার (২৪), দুলাল সরকার (৩৫), আলাউদ্দিন (২৫), সুফিয়া (৭০), আলাউদ্দিন (৩৫), শিরিন (২২) ও কালু (২৫) আহত হয়। এ ছাড়া সংঘর্ষ চলাকালে উল্টাডাব বাজারে রবিউল, হাশেম, শিহাব, শামচুল হক, নজরুল ও আনোয়ারের দোকান ব্যাপক লুটপাট চালায়। এসময় অনেক পরিবার বাড়িঘরে লুটপাটের ভয়ে বাড়ির আসবাব, গরু-ছাগল ধান-চাল নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে দেখা গেছে। ঈদ ও ঈদের পরদিন থেমে থেমে সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে গত মঙ্গলবার সকালে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের লোকজন উল্টাডাব গ্রামে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে স্থানীয়দের অভিযোগ ঘটনার পরপরই শাহজাদপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশের নিষ্ক্রিতায় উল্টাডাব বাজার ও উল্টাডাব গ্রামে লুটপাটের ঘটনা ঘটে। অন্যদিকে একই দিনে উপজেলার রুপবাটি ইউনিয়নের বাগধুনাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় মুকুল হোসেনের বাড়িঘর হামলা চালিয়ে ক্ষতিসাধন করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আবু সাঈদ জানান, বর্তমানে দুই গ্রামে আলাদা আলাদাভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এ পর্যন্ত কোনো গ্রুপের লোকজন থানায় মামলা করতে আসেনি। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলে তিনি জানান। বর্তমানে দুটি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।