ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ভারতে শীর্ষ ধনী নারী সাবিত্রি জিন্দাল

মানবজমিন ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারmzamin

ভারতে নারীদের মধ্যে শীর্ষ ধনী সাবিত্রি জিন্দাল। তিনি জিন্দাল গ্রুপের চেয়ারপারসন। জিন্দাল গ্রুপ একটি বিশাল প্রতিষ্ঠান। তাদের আছে স্টিল, বিদ্যুৎ, সিমেন্ট, অবকাঠামোসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ফোরবস বিলিয়নিয়ার লিস্ট ২০২৫ অনুযায়ী, ভারতের সবচেয়ে ধনী নারী এখন এই গ্রুপের কর্ণধার সাবিত্রি জিন্দাল। একই সঙ্গে তিনি হরিয়ানা থেকে নির্বাচিত একজন বিধায়ক। তার নিট সম্পদের পরিমাণ ৩৫৫০ কোটি ডলার। ভারতের শীর্ষ ধনীদের মধ্যে তিনি তৃতীয় অবস্থানে চলে এসেছেন। প্রথম অবস্থানে আছেন মুকেশ আম্বানি। দ্বিতীয় অবস্থানে গৌতম আদানি। ভারতে বর্তমানে শীর্ষ ১০ জন বিলিয়নিয়ারের মধ্যে একমাত্র নারী বিলিয়নিয়ার সাবিত্রি জিন্দাল। জিন্দাল গ্রুপটি প্রতিষ্ঠা করেন তার প্রয়াত স্বামী ওম প্রকাশ জিন্দাল।

তিনি ২০০৫ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তার মৃত্যুর পর ব্যবসা-বাণিজ্য চার ছেলের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। এর মধ্যে মুম্বইয়ে অবস্থানরত ছেলে সজ্জন জিন্দাল দেখাশোনা করছেন জেএসডব্লিউ স্টিল, জেএসডব্লিউ সিমেন্ট এবং জেএসডব্লিউ পেইন্টস। ২০২৩ সালে জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচারের শেয়ার নিয়েছেন। চীনের এসএআইসি মোটরের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমজি মোটর ইন্ডিয়ার শতকরা ৩৫ ভাগ শেয়ার ২০২৪ সালে কিনে নিয়েছেন তিনি। এর মধ্যদিয়ে বৈদ্যুতিক গাড়ি তৈরির ক্ষেত্র বিস্তৃত হয়েছে। অন্যদিকে দিল্লিতে অবস্থানরত ছেলে নবীন জিন্দাল দেখাশোনা করেন জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার।  ফোরবস ম্যাগাজিনে ভারতের যে ১০ জন শীর্ষ বিলিয়নিয়ার স্থান পেয়েছেন তারা হলেন- 

মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ ৯২৫০ কোটি ডলার। প্রতিষ্ঠানের নাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। 
গৌতম আদানি। তার সম্পদের পরিমাণ ৫৬৩০ কোটি ডলার। প্রতিষ্ঠানের নাম আদানি গ্রুপ। 
সাবিত্রি জিন্দাল। তার সম্পদের পরিমাণ ৩৫৫০ কোটি ডলার। প্রতিষ্ঠানের নাম ওপি জিন্দাল গ্রুপ। 
শিব নাদের। তার সম্পদের পরিমাণ ৩৪৫০ কোটি ডলার। প্রতিষ্ঠানের নাম এইচসিএল টেকনোলজিস। 
দিলীপ সাংভি। সম্পদের পরিমাণ ২৪৯০ কোটি ডলার। প্রতিষ্ঠান সান ফার্মাসিউটিক্যালস। 
সাইরাস পুনাওয়ালা। সম্পদ ২৩১০ কোটি ডলারের। প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। 
কুমার বিড়লা। সম্পদের পরিমাণ ২০৯০ কোটি ডলার। প্রতিষ্ঠান আদিত্য বিড়লা গ্রুপ। 
লক্ষ্মী মিত্তাল। সম্পদের পরিমাণ ১৯২০ কোটি ডলার। প্রতিষ্ঠান আর্চেলর মিত্তাল। 
রাধাকৃষাণ দামানি। সম্পদের পরিমাণ ১৫৪০ কোটি ডলার। প্রতিষ্ঠান ডিমার্ট, ইনভেস্টমেন্টস। 
কুশাল পাল সিং। সম্পদের পরিমাণ ১৪৫০ কোটি ডলার। প্রতিষ্ঠান রিয়েল এস্টেট। 
এ বছর ভারতে নতুন ৫ জন বিলিয়নিয়ার যুক্ত হয়েছে। ফলে ভারতে এখন মোট বিলিয়নিয়ারের সংখ্যা ২০৫। এই সংখ্যা নতুন রেকর্ড স্থাপন করেছে। ভারতীয় এসব বিলিয়নিয়ারের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯৪১০০ কোটি ডলার। তবে তা গত বছরের ৯৫৪০০ কোটি ডলারের চেয়ে কিছুটা কম। এর কারণ, মুদ্রা মানের উত্থান-পতন এবং শেয়ারবাজারের পতন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status