দেশ বিদেশ
আসলাম চৌধুরীর সঙ্গে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
বিএনপি’র সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরীর সঙ্গে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। গত বুধবার সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ফৌজদারহাট স্টেশনস্থ তার বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করেন। প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবুর (যুগান্তর) সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীর (আমাদের সময়) সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম (জাতীয় অর্থনীতি) , সাবেক সভাপতি সাংবাদিক এম, হেদায়েত উল্লাহ (কর্ণফুলী), সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী (কালের কণ্ঠ/পূর্বকোণ), সহ- সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (নয়াদিগন্ত), সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন কুমার চৌধুরী (আজাদী), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক (মানবজমিন), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক শেখ মোঃ সালাউদ্দীন (যায়যায়দিন/আজাদী মাল্টিমিডিয়া), দপ্তর ও পাঠাগার সম্পাদক সাংবাদিক মোঃ আবুল খায়ের (ভোরের ডাক) প্রমুখ।
এতে অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, তালুকদার নির্দেশ বড়ুয়া (ইনফো বাংলা), মীর দিদারুল হোসেন টুটুল (ইত্তেফাক), দেলোয়ার হোসাইন খান (সংবাদ), নন্দন রায় (ভোরের কাগজ), মীর মামুন (আমাদের চট্টগ্রাম), নাছির উদ্দিন অনিক (সুপ্রভাত বাংলাদেশ), সাইদুল হক (মানবকণ্ঠ), এডভোকেট নাসির উদ্দিন (মুক্ত খবর), এস এম ইকবাল হোসাইন (কালবেলা /বীর চট্টগ্রাম মঞ্চ)।