ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

‘বাংলাদেশের মানুষ স্বৈরাচার চায় না’

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, শুক্রবারmzamin

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন মন্তব্য করেছেন, সংস্কারবিহীন নির্বাচন মানে আরও একটি ফ্যাসিবাদ কায়েম করা। আরও একটি ফ্যাসিবাদের উত্থান হওয়া। বাংলাদেশের মানুষ স্বৈরাচার চায় না। গত বুধবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এনসিপি নেতা রায়হান শরীফের সঞ্চালনায় ও এবি পার্টির নেতা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনিরা শারমিন বলেন, আমরা জাতীয় ঐক্য ধরে রাখার চেষ্টা করছি। কিন্তু বিএনপি’র পক্ষ থেকে যতবার নির্বাচনের কথা বলা হচ্ছে, ততবার তারা আওয়ামী লীগের বিচারের কথা বলে না। অথচ পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার নিয়ে অনৈক্য থাকার কথা ছিল না। আমরা বলছি, ক্ষমতার ভারসাম্য চাই, প্রধানমন্ত্রী সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হবেন না। বিএনপি এখানে একমত না। আমরা বলছি, ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কোনো ব্যক্তি, বিএনপি এখানেও একমত না। তাহলে জাতীয় ঐক্য কীভাবে হবে? ঐক্য ধরে রাখার দায় কি শুধু এনসিপির? বিচারবিহীন সংস্কারবিহীন নির্বাচন আমরা মেনে নেবো না। তিনি আরও বলেন, গত ৩রা আগস্টে শহীদ মিনার থেকে আমরা যে ঐক্যের ডাক দিয়েছিলাম, সে ঐক্যের জায়গা থেকে রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় এজেন্ডা সামনে এনে বিভক্ত হয়ে গেছে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবে, তর্ক-বিতর্ক হবে বিভিন্ন ইস্যুতে, কিন্তু আমাদের বুঝতে হবে কিছু মৌলিক বিষয়ে আমাদের ঐকমত্য ধরে রাখতে হবে। বিচার, সংস্কার, নির্বাচন বিষয়ে আমাদের অনৈক্যের সুযোগ নাই অভ্যুত্থানের আগে বিএনপি’র নির্বাচন চাওয়া এবং অভ্যুত্থানের পরে সংস্কারবিহীন নির্বাচন চাওয়া কিন্তু একরকম নয়। এ সময় বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সেক্রেটারি এডভোকেট কাজী মো. আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির জেলার সংগঠক ইমরান পরাগ, শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন, বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি হাবিব সাত্তি, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নানসহ প্রমুখ।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status