ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

গাজায় অবিরাম হামলা নিহত আরও ৬২

মানবজমিন ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, শুক্রবারmzamin

গাজায় চলমান ইসরাইলি তাণ্ডব। একের পর এক হামলায় প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনি। বৃহস্পতিবার ভোর থেকে ইসরাইলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬২ জন। এদিকে ইসরাইলের বিরুদ্ধে মিশর ও কাতার থেকে দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দেয়ার অভিযোগ এনেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের পশ্চিমে অবস্থিত আল মাওসি এলাকার বাস্তুচ্যুত মানুষরাও ইসরাইলি হামলার লক্ষ্যবস্তুতে আছেন। ১৮ই মার্চ থেকে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইল। এতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১ হাজার ফিলিস্তিনি। এদিকে অবিস্ফোরিত বোমায় সয়লাব হয়ে আছে গাজা। যা অপসারণ করতে বছরের পর বছর সময় লেগে যাবে। ফিলিস্তিনে অভিযান পরিচালনার পর বৃটেনের সেনাবাহিনীতে মাইন নিষ্ক্রিয়করণ বিষয়ক সাবেক কর্মকর্তা নিকোলাস অর বার্তা সংস্থা এএফপিকে জানান, অবিস্ফোরিত গোলাবারুদের কারণে আমরা প্রতিদিন গাজায় দুজনকে হারাচ্ছি। দাতব্য প্রতিষ্ঠান হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের জন্য গাজায় অবস্থান করেন অর। তিনি বলেন, হতাহতের মধ্যে বেশির ভাগই শিশু। অর আরও বলেন, অবিস্ফোরিত গোলাবারুদের হুমকি থেকে কেউ নিরাপদ নয়। শিশুরা  বেশি ঝুঁকির মধ্যে আছে। বলেন, আপনি একটি বিস্ফোরক তোলা মাত্রই তা বিস্ফোরিত হবে এবং নিমিষেই আপনি, আপনার পরিবার ও আপনার ভবন শেষ হয়ে যাবে। এদিকে  লেবাননের দক্ষিণাঞ্চলের শহর নাকৌরাতে হামলা জোরদার করেছে ইসরাইলি সামরিক বাহিনী। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপ-প্রধান জয়েস মসুয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেন, সাহায্য কর্মীদের জন্য গাজা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা। ইসরাইল উপত্যকাটিতে যুদ্ধ শুরুর পর থেকে  সেখানে কমপক্ষে ৪০৮ জন সাহায্য কর্মী নিহত হয়েছেন। এদিকে হাঙ্গেরি সরকারের আমন্ত্রণে দেশটিতে পৌঁছেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি যাতে নির্বিঘ্নে হাঙ্গেরি সফর করতে পারেন  এ কারণে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) থেকে নিজেদেরকে প্রত্যাহার করেছে হাঙ্গেরি। কারণ নেতানিয়াহুর ওপর আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। এতে করে আইসিসিভুক্ত কোনো দেশে ভ্রমণ করলেই তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে একজন নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতিতে ইসরাইলের দেয়া পাল্টা প্রস্তাবে হামাস রাজি হবে না বলে জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status