ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

স্টাফ রিপোর্টার
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারmzamin

গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামীতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপি’র স্থায়ী কমিটি সদস্যসহ কেন্দ্রীয় এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাদের ঈদ মোবারক জানান এবং কুশল বিনিময় করেন তিনি। বড় পর্দায় লন্ডন থেকে খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনও ছিলেন। তারেক রহমানও দলের নেতৃবৃন্দকে ঈদের শুভেচ্ছা জানান। সবার উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আপনাদের এত ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবেও না। দেশবাসীর ভোটাধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে। এসময় বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। দীর্ঘদিন পর সবাইকে এভাবে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আগামীর পথচলায় দেশবাসীর দোয়া ও আল্লাহর সাহায্য কামনা করেন বেগম খালেদা জিয়া। শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, নুরুল ইসলাম মনি, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, নাজমুল হক নান্নু, আবদুল কাইয়ুম, আফরোজা খান রিতা, এনামুল হক চৌধুরী, আবদুল হাই শিকদার, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মামুন আহমেদ, জহিরুল ইসলাম, সৈয়দ সুজা উদ্দিন আহমেদ, সৈয়দ আলমগীর, এসএম ফজলুল হক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া খালেদা জিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিকীও ছিলেন এই শুভেচ্ছা অনুষ্ঠানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃবৃন্দের পক্ষ থেকে দলের চেয়ারপারসনকে ঈদ মোবারক জানান।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status