বাংলারজমিন
নবীনগরে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উচ্ছ্বাস। তাই ঈদকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন বিনোদনপ্রেমীরা। ঈদের দিন দুপুরের পর থেকে আজ পর্যন্ত উপজেলার রসুলপুর, আলমনগর পার্ক, ধারাভাঙ্গা এমপি টিলা, শিবপুর-রাধিকা সড়কের কনিকাড়া ব্রিজ এলাকায় বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। তবে কনিকাড়া ব্রিজ ও রসূলপুরে গড়ে উঠা বেশ কয়েকটি মিনি পার্কে প্রতিদিন গভীর রাত পর্যন্ত ভিড় করতে দেখা যায় দর্শনার্থীদের। এসব পার্কে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসেন ব্রাহ্মণবাড়িয়াসহ নবীনগরের বিভিন্ন প্রান্তের মানুষ। বিশেষ করে বাচ্চাদের জন্য ছিল প্রতিটি পার্কে ব্যতিক্রমী সব আয়োজন।
এ সময় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, ঈদ উপলক্ষে তারা পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন। বিভিন্ন রাইডে উঠে তারা অনেক আনন্দ উপভোগ করতেছেন। রসূলপুর, আলমনগর ও কনিকাড়ায় ঘরে ওঠা বেশক’টি মিনি পার্কের কর্তৃপক্ষ জানান, ঈদ উপলক্ষে বিনোদনপ্রেমীদের কথা মাথায় রেখে তারা তাদের পার্কে বাম্পার কার, জুজু ট্রেন, রোলার কোস্টার, নাগর দোলা, ঘুরন্ত চরকি সহ নানা ধরনের রাইডের ব্যবস্থা করেছেন। ঈদের দিন থেকেই তারা আশানুরূপ দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করছেন এবং তাদের ব্যবসাও ভালো হচ্ছে। আগামী আরও ৫-৬ দিন দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকবে বলে তারা আশা করছেন।