অনলাইন
রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন
রাজধানীর বংশালে একটি ভ্রাম্যমান ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে বংশালের বাংলাদেশ মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত দশটার দিকে দগ্ধ ৬ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. আব্বাস বলেন, বংশাল বাংলাদেশ মাঠ এলাকায় ভ্রাম্যমান ফাস্টফুডের দোকানে খাবার খাওয়ার সময় দোকানটিতে হঠাৎ গ্যাসসিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় দোকানদার নয়নসহ (২৯) রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), সাগর (২৫), ইকবাল (৩৩), ও অপূর্ব (১৮) দগ্ধ হন। তাদের সকলেরই বাসা বংশালের কসাসটুলি এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, পুরান ঢাকা থেকে ৬জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে সাগরের ১১ শতাংশ, নয়নের ৭ শতাংশ, ইকবালের ২ শতাংশ, রিমঝিমের ১ শতাংশ, মেহেদী হাসানের ১ শতাংশ, ও অপূর্বের শরীরে ১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সাগর ও নয়নকে ভর্তি দেয়া হয়েছে। তাদের শ্বাসনালীতে দগ্ধ রয়েছে। বাকি ৪জনকে অবজারভেশনে রাখা হয়েছে।