ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ঈদের নামাজ শেষে 'জয় বাংলা' স্লোগানের জেরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

লালপুর (নাটোর) প্রতিনিধি

(১ দিন আগে) ৩১ মার্চ ২০২৫, সোমবার, ৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন

mzamin

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয়বাংলা স্লোগান ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নেতা কর্মীদের
সংঘর্ষ হয়েছে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ বিএনপি কর্মী সুজাতসহ ৫ জন আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে রামকৃষ্ণপুর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফুর ছেলে মুন,  জরিপের আলীর ছেলে দ্বীপ, খায়রুল বাসার ভাদুর ছেলে লিপু ও পলটনসহ নয় জনকে আটক করেছে যৌথবাহিনী। এ ঘটনায় লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির আয়োজনে  আগামীকাল মঙ্গলবার (১ এপ্রিল) বিকাল ৪ টায় রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড়ে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু। 
জানা যায়,  রবিবার (৩১ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর  ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে লালপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পলাশের নেতৃত্বে আওয়ামী নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিলে স্থানীয় মুসল্লি ও বিএনপি নেতাকর্মীদের  সাথে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আরজেলের ছেলে গুলিবিদ্ধ বিএনপি কর্মী সুজাত (২৭) বলেন, ঈদের নামাজ পর জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা গুলি চালাতে শুরু করে। এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নান্নু গুলি চালালে আমার পায়ে গুলি লাগে। এ ঘটনায় আহত অপর চারজন হলেন একই গ্রামের আইয়ুব মন্ডলের ছেলে ইয়াজউদ্দিন মন্ডল (৭৩), মৃত ইসাহাকের ছেলে জিয়া (৪৫), রায়েজের ছেলে মহসিন (২৮) ও  লোকমান মন্ডলের ছেলে ছাব্বির (২৪)। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত সুজাতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক উপস্থিত লালপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন লালপুর  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এটিএম জাহিদুল আলম ডলার,  জিয়াউর ও আলাউদ্দিন। তারা বলেন ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে বাক্স ভর্তি করে অস্ত্র এনে বিএনপি ও সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে। তারা ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা আবারো দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আওয়ামী লীগ ক্যাডার রবিউল ইসলাম রবির নেতৃত্বে বিএনপি নেতা কর্মীদের ওপর গুলি করা হয়েছে।  এদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে বয়কট করতে হবে এবং প্রশাসনের প্রতি দ্রুত অস্ত্রধারী এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় ৯ জনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status