খেলা
ভারতের কোচ হলে রোহিতকে ২০ কিমি দৌড়াতে বলতেন যুবরাজের বাবা
স্পোর্টস ডেস্ক
(২ দিন আগে) ২৮ মার্চ ২০২৫, শুক্রবার, ২:৪৬ অপরাহ্ন

নানা সময়ে ভারত দল এবং ভারতীয় ক্রিকেটারদের আলোচনা, সমালোচনা করে খবরের শিরোনাম হন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। সর্বশেষ ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে মন্তব্য করায় আবারও আলোচনায় এসেছেন। এবারও যোগরাজ সিং বলেছেন ভারত দলের কোচ হলে রোহিত শর্মাকে দৈনিক অন্তত ২০ কি.মি. দৌড়াতে পরামর্শ দিতেন।
জগরাজ সিং বলেন, ‘আমাকে ভারতীয় দলের কোচ করা হলে, আমি এই দলটাকেই এমন একটা জায়গায় নিয়ে যাব, যেখানে আগামী কয়েক বছরে তাদের হারানো সম্ভব হবে না। সব সময় আপনারা প্লেয়ারদের দলের বাইরে ছুড়ে ফেলার কথা ভাবেন। হয় রোহিতকে বাদ দাও, নয় কোহলিকে। ওদের বলতে চাই, আমি ওদের পাশে আছি। আমি ওদের রঞ্জি ট্রফি খেলার কথা বলবো।’ নয়তো রোজ রোহিতকে ২০ কিলোমিটার দৌড়াতে বলবো। আমি ওদের বলবো, আমি ওদের ভালোবাসি। এই প্লেয়াররা হিরে। তাদের ছুড়ে ফেলা যায় না। আমি ওদের সঙ্গে বাবার মতো ব্যবহার করবো। যুবরাজের সঙ্গে আমি কখনও বাকিদের পার্থক্য করিনি। এমনকি ধোনিরও না। তবে যেটা ভুল, সেটা ভুল।’
টেস্ট ক্রিকেটে শেষ ১৫ ইনিংসে রোহিতের নেই কোনো সেঞ্চুরি। হাফ সেঞ্চুরির দেখাও পেয়েছিলেন শেষ ৯ ইনিংস আগে। ফলে গুঞ্জন আছে ইংল্যান্ডের বিপক্ষে চলছে রোহিতকে বাদ দেয়ার পরিকল্পনা চলছে।
যোগরাজকে নিয়ে গত বছর বিতর্ক তৈরি হয়েছিল। সেবছর তিনি মহেন্দ্র সিংহ ধোনির সমালোচনা করেছিলেন। সেই সময় যোগরাজের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি করেছিলেন ছেলে যুবরাজ সিং। যুবরাজ বলেন, ‘আমার মনে হয় বাবার মানসিক সমস্যা রয়েছে। বাবা স্বীকার করতে চায় না। কিন্তু ওর উচিত এই বিষয়ে কথা বলা। স্বীকার না করলেও এটাই সত্যি।’