খেলা
তিন পয়েন্ট নিয়ে রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
(৩ দিন আগে) ২৮ মার্চ ২০২৫, শুক্রবার, ১১:৩৭ পূর্বাহ্ন

রিয়াল মাদ্রিদ সমান ৬০ পয়েন্ট নিয়ে বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলছিল। তবে বৃহস্পতিবার রাতে ওসাসুনার সঙ্গে ম্যাচ শেষে রিয়ালের সঙ্গে দূরত্ব বাড়ালো বার্সেলোনা। অতিথি দল ওসাসুনাকে নিজেদের মাঠে ৩-০ গোল ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত কোন হার না নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।
ওসাসুনার বিপক্ষে বার্সার এ ম্যাচ খেলার কথা ছিল গত ৮ই মার্চ। বিগত দিনটিতে ম্যাচের আগে বার্সার চিকিৎসক কার্লেস মিনারো মারা যাওয়ায় স্থগিত হয়ে যায় ম্যাচটি। এরপর বৃহস্পতিবার রাতে ম্যাচটি খেলার জন্য নতুন সূচি নির্ধারণ করা হয় । ম্যাচে জয়ের দিনে গোল করেন ফেরান তোরেস, দানি ওলমো এবং রবার্ট লেভানডফস্কি।
ম্যাচ শেষে গোল করা তোরেস বলেন, ‘এখন থেকে প্রতিটি ম্যাচ আমাদের জন্য ফাইনাল। আজকেও আলাদা কিছু ছিল না। আমরা দ্রুতই এর সমাধান করলাম এটা ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা তিন পয়েন্ট, আমরা এগিয়ে যাচ্ছি।’
এদিকে ম্যাচ শেষে বার্সার রক্ষণভাগের খেলোয়াড় জুল কুন্দে গণমাধ্যম ডিএজেডএনকে বলেন, “সেই তারিখে ম্যাচের সময়সূচী নির্ধারণ করা ক্লাবের প্রতি অসম্মানজনক, তা সে যে ক্লাবই হোক না কেন। আমি মনে করি এটা ছিল, ক্লাবগুলোর প্রতি শ্রদ্ধার অভাবের বাইরেও। যদি ম্যাচ হতো এটি হতো খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধার অভাব। কারণ আমাদের বুঝতে হবে যে আমরা মেশিন নই।”
বর্তমানে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে আছে ওসাসুনা। আর চলতি লীগে এ পর্যন্ত ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট বার্সেলোনার । চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৬০ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বর অবস্থানে।
গত ৮ই মার্চ কাতালান ক্লাবের ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়ার আকস্মিক মৃত্যুতে স্থগিত হওয়া ম্যাচের দলে বড়সড় পরিবর্তন আনা হয়। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা খেলোয়াড়দের ফিটনেস এবং ইনজুরির কারণে বার্সার বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়রাও এদিন মাঠে অনুপস্থিত ছিলেন।