ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

শরীর ও মন

কিলয়েড (Keloid) ত্বকে অতিরিক্ত টিস্যু বৃদ্ধি

অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল
২৬ মার্চ ২০২৫, বুধবার

কিলয়েড (Keloid) হলো এক ধরনের দাগ যা চামড়ার ক্ষত নিরাময়ের পর অতিরিক্ত টিস্যু বৃদ্ধি পাওয়ার কারণে হয়। এটি সাধারণত চামড়ার স্বাভাবিক স্তরের চেয়ে উঁচু হয়ে যায় এবং ধীরে ধীরে বড় হতে পারে। কিলয়েড দাগ সাধারণত ব্যথাহীন হয়, তবে কখনো কখনো চুলকাতে বা অস্বস্তি সৃষ্টি করতে পারে।
কিলয়েডের কারণ: চামড়ার গভীর ক্ষত, কাটাছেঁড়া বা অস্ত্রোপচারের পর অতিরিক্ত কোলাজেন উৎপাদন
বার্ন, ইনজেকশন, পিয়ার্সিং বা ট্যাটুর কারণে ব্রণের দাগ থেকেও হতে পারে। জেনেটিক বা পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি বেশি।
চিকিৎসা:
সিলিকন জেল বা প্যাচ- কিলয়েড কমাতে সাহায্য করে
স্টেরয়েড ইনজেকশন কোলাজেন উৎপাদন কমিয়ে দাগ ছোট করতে পারে।
লেজার থেরাপি দাগ হালকা করতে সাহায্য করে।
ক্রায়োথেরাপি (Cryotherapy) ঠাণ্ডা থেরাপির মাধ্যমে দাগ ছোট করা হয়।
সার্জারি- কখনো কখনো অপসারণ করতে হয়, তবে এতে আবার কিলয়েড হওয়ার ঝুঁকি থাকে।
চেম্বার: ডা. কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। 
১৪৪ নং ভবন, বিটিআই সেন্টারা গ্রান্ড, ২য় তলা
গ্রীন রোড, ঢাকা।
ফার্মগেট সিনেমা হল ও পান্থপথ সিগন্যালের মাঝামাঝি। সেল ০১৭১১৪৪০৫৫৮

 

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status