ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

শরীর ও মন

হাতের তালু অতিরিক্ত ঘেমে গেলে

অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল
১৫ মার্চ ২০২৫, শনিবার

শরীরে এমন কিছু ত্বকজনিত সমস্যা বা রোগ রয়েছে যা ভুক্তভোগী রোগীরা গুরুত্ব দেন না। কিন্তু যাদের এই সমস্যাটি রয়েছে তাদের চিকিৎসা প্রয়োজন। চর্মজনিত এই সমস্যাটি হলো হাত-পা ও হাতের তালুতে অতিরিক্ত ঘাম ঝরা। এর কিছু কারণ রয়েছে। যেমন-
১. অজ্ঞাত
২. বংশগত
৩. রাগ, ভয়, দুশ্চিন্তা
৪. হাত ও পায়ে Bacteria বা Fungus Infection
৫. হরমোনের সমস্যা, ডায়াবেটিস থাইরয়েড হরমোনের সমস্যা Menstruation Menopause
৬. Metabolic Disorder বিপাক ক্রিয়ার সমস্যা
৭. Malignant Disease বা ক্যান্সারজনিত সমস্যা 
৮. Autoimmune Disorder ...A‡Uv BgyBb Lymphoma Pheochromocitoma
৯. Drugs
চিকিৎসা:
১. কারণ খুঁজে পেলে তার চিকিৎসা করতে হবে।
২. উৎর ঈধৎব নামে একটি লোশন ওষুধের দোকানে পাওয়া যায়, সেটি হাত ও পায়ের তালুতে সকালে ও রাতে লাগাতে হয়।
৩. খাবার ওষুধ... Propanthaline Bromide.
৪. Injection  ইনজেকশন
৫. Iontophoresis-আয়নটোফোরেসিস
৬. Operation ...অপারেশন
উপরোক্ত চিকিৎসা ছাড়াও এর রয়েছে অত্যাধুনিক আয়োনটোফরেসিস চিকিৎসা পদ্ধতি। 
আয়োনটোফরেসিস হাত ও পা ঘামার সবচেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি। ১৭০০ সাল থেকে চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। কিন্তু ১৯৪০ সাল থেকে ব্যাপকভাবে তা ব্যবহৃত হচ্ছে। এখানে একটি মেশিন থাকে, যেটি ডবধশ ঈঁৎৎবহঃ (দুর্বল বিদ্যুৎ) তৈরি করে। এই বিদ্যুৎ তারের মাধ্যমে ৪টি ঝঃধরহষবংং ংঃববষ প্লেটে প্রবাহিত হয়। প্লেটের ওপর ভিজা টাওয়েল থাকে। রোগী ভিজা টাওয়েলের উপর হাত ও পা রাখে। একটি সেশনে সাধারণত ১৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। ভালো হওয়ার আগ পর্যন্ত; সপ্তাহে সাধারণত ৩ দিন এই চিকিৎসা নিতে হয়। একবার ভালো হলে সাধারণত অনেক দিন পর্যন্ত রোগীর হাত ও পা ঘামা বন্ধ থাকে।
 

চেম্বার-কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার
ফার্মগেট, গ্রীন রোড, ঢাকা।
সেল-০১৭১১-৪৪০৫৫৮

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status