বাংলারজমিন
মানবজমিনে সংবাদ প্রকাশের পর শালমারা নদীর ইজারা বাতিল
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবারমানবজমিনে সংবাদ প্রকাশের পর রংপুরের ঐতিহ্যবাহী শালমারা নদীতে দেয়া ইজারা বাতিল করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার (২০ মার্চ) জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল একটি চিঠির মাধ্যমে এ ইজারা বাতিল করেন। চিঠিতে উল্লেখ করা হয়, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন শালমারা বিল জলমহালটি জমির শ্রেণি নদী থাকায় এবং ১৪৩১ বঙ্গাবব্দের ইজারামূল্য পরিশোধ না করায় চুহড় মৎসজীবী সমবায় সমিতি লিমিটেডের কাছে প্রদানকৃত ইজারা গত ১৯ মার্চ জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় বাতিলের সিদ্ধান্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ। উল্লেখ্য, ২০২২ সালের জুনে রংপুরের মিঠাপুকুর উপজেলার অন্তর্গত শালমারা নদী ব্যক্তি নামে বন্দোবস্ত বাতিল করা হয়। এর এক বছরের মাথায় শালমারা নদীকে সায়রাতভুক্ত দেখিয়ে মিঠাপুকুর জয়রামপুর আনোয়ার ও শিংগীকুড়া মৌজায় নদীর ৩৯ একর ৪০ শতক, পার্শ্ববর্তী বড় হযরতপুর ইউনিয়নে ‘শাল রিভার ছোট’ নাম দিয়ে ৪ একর ২০ শতক এবং ভাংনী ইউনিয়নে ‘বুড়াইল নদী’ নামে ১১ একর ৬৪ শতক জমি লীজ দেয়া হয়। এসব লীজ দেয়ার ক্ষেত্রে প্রবাহমান শালমারাকে বদ্ধ জলাশয় হিসেবে দেখাতে নদীর চারদিকে আবাদি জমি রয়েছে উল্লেখ করা হয়। প্রবাহমান নদী হওয়ায় শালমারা নদীর জমি লীজ প্রদান করায় ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের মাঝে। নদীর পানি ব্যবহার ও মাছ শিকার করতে না পারায় জেলে, কৃষকসহ স্থানীয়দের সাথে ইজারাদারদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
নদী ইজারা দেয়ার ঘটনায় ডিসি, ইউএনও এবং এসিল্যান্ডের শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন সমাবেশ করেছিল নদীপাড়ের মানুষ। এ নিয়ে চলতি মাসের ১৬ তারিখে দৈনিক মানবজমিনে এ প্রতিবেদন প্রকাশিত। এছাড়াও দেশের কয়েকটি জাতীয় গণমাধ্যমও এ নিয়ে প্রতিবেদন করেছিল।