ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

ঈদের এক ডজন গানে সালমা

স্টাফ রিপোর্টার
২৪ মার্চ ২০২৫, সোমবার
mzamin

জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা রমজানের আগ পর্যন্ত ব্যস্ত সময় পার করেছেন স্টেজ শো নিয়ে। বর্তমানে ঈদের টিভি অনুষ্ঠান ও নতুন গান নিয়ে ব্যস্ত তিনি। এরইমধ্যে সালমা জানালেন, আসছে ঈদ উপলক্ষে এক ডজন নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। ঈদের গান এরইমধ্যে প্রকাশ হওয়া শুরু হয়েছে তার। এ বিষয়ে সালমা মানবজমিনকে বলেন, রমজানের আগে ও গত কিছুদিনে অনেক নতুন গানের কাজ করেছি। এরমধ্যে অন্তত ১২টি গান এবার ঈদে প্রকাশ হবে। প্রতি ঈদেই আমার গান প্রকাশের সংখ্যা এ রকম কিংবা তার বেশি থাকে। এবারো তাই হচ্ছে। আমি এতে বেশ আনন্দিত যে ভিন্ন ভিন্ন গীতিকবি ও সুরকারদের গান শ্রোতাদের হাতে তুলে দিতে পারছি। এদিকে, সালমা চলতি রমজানে ব্যস্ত রয়েছেন ঈদের অনুষ্ঠান নিয়ে। পাশাপাশি পরিবারকে সময় দিচ্ছেন। রোজা-নামাজের মধ্যদিয়ে দিন কাটছে তার। সালমা বলেন, একটু অসুস্থ ছিলাম। তারপরও রোজা রেখে ইবাদত বন্দেগির মধ্যদিয়ে মাসটা পার করছি। এজন্য আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। অন্য সময়ের তুলনায় রমজানে পরিবারকেও সময় বেশি দিতে পারছি। এভাবেই রমজান ও ঈদ পার করতে চাই।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status