বিনোদন
যে স্মৃতি ভোলার নয়
বিনোদন ডেস্ক
২৪ মার্চ ২০২৫, সোমবার
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা রণদীপ হুদা। গত বছর তার অভিনীত ‘স্বতন্ত্র বীর সাভারকার’ ছবিটি বক্স অফিসে তেমন সাড়া না পেলেও তার পরিশ্রম নিয়ে বেশ চর্চা হয়েছিল। সেই স্মৃতি স্মরণ করে একটি পোস্ট সমাজমাধ্যমে শেয়ার করেছেন রণদীপ। এই পোস্টে দেখা গেল, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। তবে এই ছবি অতীতের। তিনি লিখেন, যে স্মৃতি ভোলার নয়!