ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

ঈদে চ্যানেল আইতে ১৫ নাটক

স্টাফ রিপোর্টার
২৩ মার্চ ২০২৫, রবিবার
mzamin

ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে এবারে থাকছে ১৫টি নাটক। নাটকগুলো প্রচারিত হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ৭টা ৫০ মিনিট এবং রাত ৯টা ৩৫ মিনিটে। ঈদের আগের দিন রাতে প্রচার হবে রেজানুর রহমান পরিচালিত ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’। এতে অভিনয় করেছেন- শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার, মিন্টু সরদার এবং তানায আজিম। ঈদের দিন রাতে দেখা যাবে আবুল হায়াত পরিচালিত রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক ‘সামনে সমুদ্র’ এবং সালাহউদ্দিন লাভলু পরিচালিত নাটক ‘চালাকি’। ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত নাটক ‘লাস্ট উইশ’ এবং আদিবাসী মিজান পরিচালিত ‘ডাকু’। ‘লাস্ট উইশ’ নাটকে অভিনয় করেছেন- জোভান, আয়েশা খান। ‘ডাকু’তে দেখা যাবে নিলয় আলমগীর এবং হিমিকে। ঈদের তৃতীয় দিন দেখা যাবে রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘ইতির ঈদি’ এবং সৈয়দ শাকিল পরিচালিত মোশাররফ করিম-তানিয়া বৃষ্টির নাটক ‘টোনাটুনির সংসার’। ঈদের চতুর্থ দিন সাজ্জাদ হোসাইন বাপ্পির ‘লাভ মি মোর’ এবং যুবায়ের ইবনে বকর পরিচালিত ‘বউ বেশি বুঝে’ নাটক দু’টি প্রচারিত হবে। পঞ্চম দিন রাতে ইয়াশ রোহান ও তানজিন তিশা অভিনীত ‘তোমায় ছুঁয়ে’ এবং আরশ-মাহি অভিনীত ‘ভেতরে আসতে দাও’ নাটক দু’টি প্রচারিত হবে। ষষ্ট দিন ‘পানি’ ও ‘মেইড ফর ইচ আদার’ এবং সপ্তম দিনে যথাক্রমে ‘জালিয়াত’ এবং ‘বলো ভালোবাসি’ নাটক প্রচারিত
হবে।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status