বিনোদন
ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মালাইকা
বিনোদন ডেস্ক
২৩ মার্চ ২০২৫, রবিবার
ক’দিন আগের ঘটনা। নাচের এক রিয়্যালিটি শো-তে রেমো ডি’সুজার সঙ্গে বিচারকের আসনে ছিলেন মালাইকা অরোরা। এ সময় মঞ্চে এক ১৬ বছরের কিশোর প্রতিযোগী মালাইকাকে দেখে হঠাৎই মাত্রাতিরিক্ত উৎসাহী হয়ে পড়ে। নাচতে নাচতে অভিনেত্রীর উদ্দেশ্যে চুম্বন ছোড়ে সে। এমনকি চোখের ইশারা করে। সঙ্গে সঙ্গেই প্রতিবাদে ফেটে পড়েন অভিনেত্রী। রাগে ক্যামেরার সামনেই বকাবকি করতে থাকেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। এবার হঠাৎ এত রেগে যাওয়ার কারণ জানিয়েছেন অভিনেত্রী নিজেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরাও নাচকে জীবন্ত করতে অভিনয় করি। উড়ন্ত চুম্বন দিই। চোখের ইশারাও করি। কিন্তু সেদিন ছেলেটি একটু বেশিই করছিল। মাত্র ১৬ বছরের এক কিশোরকে কি এই আচরণ মানায়? তিনি আরও জানান, শুরু থেকেই কিশোরের হাবভাব অন্যরকম ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত সে মালাইকার চোখে চোখ রেখে নেচেছে। সঙ্গে নিন্দনীয় অঙ্গভঙ্গি। যা মালাইকাকে অস্বস্তিতে ফেলে দেয়। তাই ওই কিশোরের পারফরম্যান্স শেষ হতেই তিনি তার মায়ের যোগাযোগ নম্বর জানতে চান। কিশোরের আচরণের সমালোচনা করেন। সাক্ষাৎকারে অবশ্য প্রকৃত ঘটনা জানানোর পাশাপাশি প্রতিযোগীর প্রশংসাও করেন তিনি।