বিনোদন
খায়রুল ওয়াসির ‘হাবুডুবু’
স্টাফ রিপোর্টার
২৩ মার্চ ২০২৫, রবিবার
ভালোবাসার কোনো দিনক্ষণ নেই। নেই সময়-অসময়। তাই প্রেমে পড়তে হয় বুঝে শুনে। না বুঝে অসময়ের প্রেমে পা দিলেই ঘটে বিপত্তি। জীবনের বাঁক বদলে যায় ভুল পথে। অসময়ের প্রেম নিয়ে এবার গান বাঁধলেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসি। গানের শিরোনাম ‘হাবুডুবু’। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর গীত রচনা ও সুর তুলেছেন ওয়াসি নিজেই। সংগীতায়োজন করেছেন মেহেদী বাপন। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় গানে মডেল হয়েছেন প্রণমী, জেরি এবং খায়রুল ওয়াসি। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। খায়রুল ওয়াসি জানালেন, লাখো তরুণের মনের কথা আমি হাবুডুবু গানে তুলে ধরেছি। আমাদের জীবনে ঘটে যাওয়া প্রেম সংক্রান্ত ঘটনাগুলোর ধারাবাহিকতা পেয়েছে এই গানটিতে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, এবারের ঈদুল ফিতরের আয়োজনে ‘হাবুডুবু’ গানটির ভিডিও প্রকাশ পাবে তাদের ইউটিউব চ্যানেলে।